এখন পড়ছেন
হোম > জাতীয় > নাগরিকত্ব নিয়ে অমিত শাহের আশ্বাস, বড় প্রশ্ন মমতার!

নাগরিকত্ব নিয়ে অমিত শাহের আশ্বাস, বড় প্রশ্ন মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রথম থেকেই তাদের প্রতিবাদ জানিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। তবে এই নাগরিকত্ব সংশোধনী আইন দিয়ে মতুয়াদের যদি নাগরিকত্ব দেওয়া না হয়, তাহলে তারা যে বেঁকে বহতে পারে, তা বুঝতে পেরেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর এই পরিস্থিতিতে ঠাকুরনগরে এসে টিকাকরণের কাজ সম্পন্ন হওয়ার পরেই নাগরিকত্ব দেওয়া হবে বলে ঘোষণা করেছেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর অমিত শাহের এই ঘোষণা নিয়েই এবারের প্রশ্ন তুলে দিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বাভাবিকভাবেই একদিকে নাগরিকত্বের কথা বলা অমিত শাহর যেমন মতুয়াদের মন জয় করতে উদ্যত হলেন, ঠিক তেমনই সেই অমিত শাহের অস্বস্তি বাড়িয়ে দিয়ে তাকে পাল্টা প্রশ্নচিহ্নে বিড়ম্বনায় ফেলে দেওয়ার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী। যাকে কেন্দ্র করে রীতিমত জমে উঠেছে রাজ্য রাজনীতি। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার ঠাকুরনগরের সভায় উপস্থিত হয়ে মতুয়াদের এই ব্যাপারে আশ্বস্ত করেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি বলেন, “আমরা যা বলি সেটাই করি। নাগরিকত্ব সংশোধনী আইন সংসদে পাশ করিয়েছি। এই পবিত্র ভূমিতে প্রতিশ্রুতি দিচ্ছি, টিকাকরণ শেষ হওয়ার পরেই আপনাদের নাগরিকত্ব দেবে বিজেপি।” আর তারপরেই অমিত শাহের বক্তব্য নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কোন টিকাকরন এবং জনসাধারণের টিকাকরণ কবে হবে? রাজ্যে থাকেন 10 কোটি মানুষ। তার মধ্যে টিকা দেওয়া হয়েছে দেড় লক্ষ প্রথম সারির করোনা যোদ্ধাকে। জনসাধারণকে তো দেয়নি। দেবে কি না জানিও না। নির্বাচনের পর হবেই না। এক বছর পরেও নাগরিকত্ব সংশোধনী আইনের নীতিমালা হল না। মুখে বলেন এক, করেন আর এক‌। যা বলার স্পষ্ট করে দিন। উস্কানি দিচ্ছেন কেন? কেন বিভেদ ছড়াচ্ছেন?”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, যে অমিত শাহ সম্পূর্ণরূপে ভিত্তিহীন কথা বলছেন। নির্বাচনের মুখে মানুষের মন জয় করার জন্যই তিনি এই প্রতিশ্রুতি দিচ্ছেন বলে নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।পর্যবেক্ষকদের একাংশ বলছেন, গত লোকসভা নির্বাচনে এই মতুয়াদের সমর্থন গিয়েছিল ভারতীয় জনতা পার্টির দিকে।

যেখানে বিজেপির পক্ষ থেকে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, নির্বাচনের পর তাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত সেই কাজ করা হয়নি। তাই এই পরিস্থিতিতে কিছুদিন আগে থেকেই মতুয়াদের পক্ষ থেকে প্রশ্ন তৈরি হয়েছিল। এদিকে নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল থেকে বিজেপি।  আর এই পরিস্থিতিতে বিজেপির টার্গেট অনুযায়ী পশ্চিমবঙ্গ দখল করতে গেলে সমস্ত সম্প্রদায়কেই যে নিজেদের দিকে রাখতে হবে, তা বুঝতে পেরেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

আর ঠাকুরনগরে এসে রীতিমত করোনার টিকাকরন শেষ হলেই মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে বলে দাবি করতে দেখা গেল তাকে। তবে তার এই দাবি নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে কটাক্ষ করলেন, তাতে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজ্য জুড়ে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!