এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নজর এড়িয়ে কোভিড হাসপাতাল থেকে পলাতক করোনা আক্রান্ত, বাড়ছে আতঙ্ক !

নজর এড়িয়ে কোভিড হাসপাতাল থেকে পলাতক করোনা আক্রান্ত, বাড়ছে আতঙ্ক !


বিশেষজ্ঞদের কথা অনুযায়ী, পশ্চিমবঙ্গ রাজ্যের করোনা পরিস্থিতি মোটেও এই মুহূর্তে আশাব্যঞ্জক নয়। একের পর এক করোনা আক্রান্ত ধরা পড়ছে। যার ফলে সংক্রামিতের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অন্যদিকে বেশ কিছুদিন ধরেই রাজ্যে পরিযায়ী শ্রমিকদের আসা নিয়ে বিতর্ক চলছে। অনেকেই পরিযায়ী শ্রমিকদের আসার কারণে করোনা সংক্রমণ আরো বেড়েছে বলে মনে করছেন। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের সরাসরি কোয়েরেন্টাইন সেন্টারে পাঠিয়ে দিচ্ছেন বলে খবর।

অথবা করোনা আক্রান্তকে করোনা হাসপাতালে পাঠানো হচ্ছে। কিন্তু কোভিড হাসপাতাল থেকেও যদি আক্রান্ত পালিয়ে যায়, সেক্ষেত্রে আতঙ্ক যে চতুর্গুণ হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। এরকম একটি ঘটনা ঘটলো রবিবার রাতে বালুরঘাটে। সম্প্রতি বালুরঘাটের প্রয়াস আত্রেয়ী কোভিড হাসপাতালে এক করোনা আক্রান্ত মহিলা ভর্তি হন। কিন্তু রবিবার রাতে ঐ হাসপাতালের চিকিৎসক, নার্স এবং নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে ওই আক্রান্ত মহিলা পালিয়ে যান।

তবে জানা গেছে, রাতভর তল্লাশির পর সোমবার সকালে পালাতক করোনা আক্রান্ত রোগীকে ধরা গেছে এবং তিনি আবার ওই করোনা হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে ওই ঘটনার জেরে রবিবার রাত থেকেই বালুরঘাটের প্রয়াস আত্রেয়ী কোভিড হাসপাতাল এবং তার আশেপাশের এলাকার নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, গত শনিবার যে 9 জন করোনা আক্রান্তকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁদের মধ্যে অন্য রাজ্য থেকে ফিরে আসা স্থানীয় ডাঙ্গা পঞ্চায়েত এলাকার 25 বছর বয়সী এক মহিলা ছিলেন।

হাসপাতালে ভর্তি করার পর তিনি হাসপাতালের পিছনের জানলা খুলে বাইরে পালিয়ে যান। হঠাৎ করেই হাসপাতালে তাঁকে দেখতে না পাওয়ায় হইচই শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ বালুরঘাট থেকে কলকাতা ও শিলিগুড়িগামী প্রত্যেকটি দূরপাল্লার বাসে তল্লাশী শুরু করে। তার সাথে ডাঙ্গা পঞ্চায়েত এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ অবশেষে সোমবার সকালে ডাঙ্গাপাড়া গ্রামের কন্টেইনমেন্ট চেকপোস্ট থেকেই ধরে ওই আক্রান্ত পলাতক মহিলাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখান থেকেই তাঁকে অ্যাম্বুলেন্সে করে সরাসরি আবার বালুরঘাট হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসা হয়। অন্যদিকে জানা গেছে, দক্ষিণ দিনাজপুরে নতুন করে আরো দশজন করোনা আক্রান্ত হয়েছেন। গত 22, 25 এবং 27 এ মে জেলা থেকে যতজনের লালারসে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, তার মধ্যে 10 জন করোনা রোগী ধরা পড়েছে বলে জানা গেছে, সূত্রের খবর, রবিবার রাতে করোনা আক্রান্তের খবর জানা মাত্রই স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ প্রশাসন তাঁদের প্রত্যেককে বালুরঘাটের কোভিড হাসপাতালে ভর্তি করেছে।

জেলা প্রশাসন সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুরের আক্রান্ত 10 জনের বাড়ি কুমারগ্রাম ব্লকে। ওই ব্লকের দিওড় পঞ্চায়েত এলাকার আট জন এবং বাকি দুইজন বটুন ও ভৌওড় পঞ্চায়েত এলাকার বাসিন্দা। আপাতত যে এলাকাগুলিতে করোনা আক্রান্তের সন্ধান মেলে, সেই প্রত্যেকটি এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। সূত্রের খবর, সোমবার দুপুর পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 26। তাঁদের মধ্যে ছয়জন সুস্থ হয়েছেন বলে খবর।

অন্যদিকে বালুরঘাট কোভিড হাসপাতাল থেকে পালানোর ঘটনার কথা জেলা প্রশাসনের কেউ স্বীকার না করলেও হাসপাতালের এক আধিকারিক নাম প্রকাশ না করে জানান, আক্রান্ত করোনা রুগী পালানোর কিছুক্ষণের মধ্যেই পুলিশ পলাতকা আক্রান্ত রোগীকে উদ্ধার করে আবার হাসপাতালে ফিরিয়ে দিয়ে গেছে। যত দিন যাচ্ছে, করোনা আক্রান্তের সংখ্যা ততই বাড়ছে। ঠিক সেভাবেই যারা করোনা নেগেটিভ তাদের মধ্যেও আতঙ্ক বহুগুণে বেড়ে চলেছে বলে মনে করা হচ্ছে।

এদিকে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার আনলক ওয়ান ঘোষণা করেছেন দেশে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন ধর্মস্থান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে এর পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞদের দাবী অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যেই করোনা সংক্রমণ তার পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দেবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, রাস্তায় বেরোনোর ফলে দেখা যাচ্ছে অনেকেই করোনার বিধিনিষেধ মেনে চলছেন না। ফলস্বরূপ করোনা আতঙ্ক যে আরো বৃদ্ধি পাবে সে কথা চোখ বুজেও বলা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!