এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নজিরবিহীন পদক্ষেপ: করোনা আবহে জনসাধারণের সুবিধার্থে এবার থেকে শনিবারের ছুটি তুলে দিলেন মমতা

নজিরবিহীন পদক্ষেপ: করোনা আবহে জনসাধারণের সুবিধার্থে এবার থেকে শনিবারের ছুটি তুলে দিলেন মমতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের করোনা পরিস্থিতি যখন ভয়ঙ্কর আকার ধারণ করেছিল, তখন রাজ্যের সব মানুষই ঘরে ছিল। এই অবস্থায় দোকান, বাজার, ব্যাংক, পোস্ট অফিস সবকিছুরই একটা সীমিত সময় ছিল খোলার। কিন্তু এবার আনলক ফোর চালু হয়ে গেছে দেশে। নিউ নর্মাল হচ্ছে দেশ, স্বাভাবিক অবস্থায় ফিরছে। সেরকমভাবেই পশ্চিমবঙ্গ রাজ্যও এবার স্বাভাবিক হওয়ার দিকে এগোচ্ছে। গত জুলাই মাস থেকে ব্যাংক কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে ব্যাংকের স্বাভাবিক কাজকর্মের সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল।

এবং সাথে ছুটির পরিমাণও বাড়িয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ মাসে প্রত্যেক শনি-রবি ছুটি দেওয়া হচ্ছিল। এই নিয়ম চালু হয়েছিল গত 20 জুলাই থেকে। কিন্তু এবার সেপ্টেম্বর পড়তেই ব্যাংকের নিয়ম আগের মতো করে দেওয়া হচ্ছে বলে জানা গেছে। প্রতি সপ্তাহের শনিবারের ছুটি তুলে দেওয়া হল। অর্থাৎ এবার থেকে মাসের দুটি শনিবার ছাড়া অন্যান্য শনিবার ব্যাংকের কাজ আগের মতোই হবে। ব্যাংকের সময়ের যে নির্ধারিত সূচি ছিল সেটিও এবার বদল হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনা কালে ব্যাংকে ভিড় কমানোর জন্য ব্যাংকের পরিষেবার সময় কমিয়ে দেওয়া হয়েছিল। ব্যাংকের সময়সারণী ছিল এগারোটা থেকে দুটো। কিন্তু এবার আবার ফিরিয়ে আনা হচ্ছে পুরনো সময়। অর্থাৎ দুটোর বদলে চারটে পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে বলে জানা গেছে। তবে পরিষেবার সময়ের কোনও পরিবর্তন ঘটেছে কি না, তা বিস্তারিত উল্লেখ করা হয়নি রাজ্য সরকারের নির্দেশনামায় বলে জানা গেছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন সেপ্টেম্বরের শেষ থেকে সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা যায়।

ঠিক সেই অনুযায়ী এবার ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চলছে বাংলার সর্বত্র। এদিনের সরকারি ঘোষণায় সেরকমই ইঙ্গিত মিলল। ইতিমধ্যে রাজ্যে বার, রেস্টুরেন্ট খুলে দেওয়া হয়েছে। তার সাথে আগামী দিনে মেট্রো পরিষেবাও শুরু হতে চলেছে। কিন্তু বিশেষজ্ঞরা এখনো নিশ্চিত হতে রাজি নন। তাঁদের মতে করোনার ভয় কিন্তু এখনো কাটেনি। রাজ্য যতই স্বাভাবিক হওয়ার চেষ্টা করুক না কেন, বিভিন্ন জায়গায় করোনার সংক্রমণ কিন্তু যথেষ্ট চিন্তামূলক। এই অবস্থায় সবকিছু স্বাভাবিক করতে চাইলে আবার যে সংক্রমণ বাড়বে না, তার কোন গ্যারান্টি নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!