এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নজরে বিধানসভা নির্বাচন! উত্তরবঙ্গের বাছাই করা নেতাদের সঙ্গে বৈঠকে তৃণমূলের শীর্ষনেতৃত্ব!

নজরে বিধানসভা নির্বাচন! উত্তরবঙ্গের বাছাই করা নেতাদের সঙ্গে বৈঠকে তৃণমূলের শীর্ষনেতৃত্ব!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে ১৮ টি আসন দখল করে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান শাসক দল তৃণমূল কপালে চিন্তার ভাঁজ ফেলে ছিল। বিশেষত উত্তরবঙ্গে শাসকদল একেবারেই পর্যুদস্ত হয় বিজেপির কাছে। এরপর আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে রাজ্যে নিজেদের জয়ের হ্যাটট্রিক করতে ভোট কুশলী প্রশান্ত কিশোরের আইপ্যাক টিমকে রাজ্যে তলব করে আনে রাজ্যের শাসক দল তৃণমূল। ভোট কুশলী প্রশান্ত কিশোর শাসক দল তৃণমূলকে সফলতার শীর্ষে পৌঁছে দিতে নানারকম প্রচেষ্টা, পরিকল্পনা করে চলেছেন।

অন্যদিকে একুশে জুলাই এর দিনটি তৃণমূলের দলীয় শহীদ দিবস হিসাবে প্রতি বছর পালিত হয়ে থাকে। এ বছর এই দিনে ভার্চুয়াল সভা করেছিলেন মুখ্যমন্ত্রী। এই দিন থেকেই আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে দিল শাসকদল তৃণমূল কংগ্রেস। আগামী বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য সফলতার জন্য সংগঠনগত বেশকিছু রদবদলের কাজ চলছে। ব্লক, বুথ স্তরের সংগঠন একেবারে ঢেলে সাজানোর কাজ চলছে। স্থানে স্থানে চলছে সভাপতি বদল।

দলের সংগঠনগত রদবদলের বিষয়ে গতকাল শুক্রবার কলকাতায় উত্তরবঙ্গের জেলা নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক চললো তৃণমূল দলের শীর্ষ নেতৃত্বের। গতকালের বৈঠকে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার বেশকিছু হেভিওয়েট তৃণমূল নেতাকে তলব করা হয়েছিল। এই বৈঠকে এই সমস্ত জেলার সভাপতি, চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, যুব তৃণমূল সভাপতিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকালের এই বৈঠকে জেলা তৃণমূল স্তরের নেতাদের কাছ থেকে সংশ্লিষ্ট জেলাগুলির তৃণমূল সংগঠনের সাম্প্রতিক অবস্থা জেনে নিলেন দলের শীর্ষ নেতৃত্ব। সেইসঙ্গে নতুন করে জেলাগুলিতে ব্লক, ওয়ার্ড কমিটি গঠন নিয়েও বিস্তারিত আলোচনা করা হল। প্রসঙ্গত, উত্তরবঙ্গের এই সমস্ত জেলায় তৃণমূল সংগঠন সম্প্রতি খুব একটা ভালো অবস্থায় নেই। দলের বুথভিত্তিক সংগঠন বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের কাছে এমনটাই জানালেন জেলা ও বুথ নেতৃত্ব।

তৃণমূল সূত্র থেকে জানা গেছে, শীর্ষ নেতৃত্বের তরফ থেকে নতুন করে এই জেলাগুলির জন্য নামের যে তালিকা প্রকাশ করে পাঠানো হবে, সেই তালিকাই জেলাগুলির নেতৃত্বকে চূড়ান্ত বলে মান্য করতে হবে। শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তালিকা নিয়ে কোন রকম ক্ষোভ-বিক্ষোভের অবকাশ রাখা যাবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!