এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নজরে বিধানসভা, জনসংযোগে বেরিয়ে আদিবাসী মহিলাদের জন্য বড়সড় সুখবর শোনালেন হেভিওয়েট মন্ত্রী

নজরে বিধানসভা, জনসংযোগে বেরিয়ে আদিবাসী মহিলাদের জন্য বড়সড় সুখবর শোনালেন হেভিওয়েট মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই রয়েছে ২০২১ এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনটি শাসক দল তৃণমূলের কাছে সম্মান রক্ষার লড়াই হতে চলেছে। তাদের মোকাবেলা করতে হবে প্রবল প্রতিপক্ষ বিজেপির সঙ্গে। তাই নির্বাচনের পূর্বে সংগঠনগত শক্তি বৃদ্ধির যেমন চেষ্টা চলছে, তেমনি চেষ্টা চলছে জনসংযোগ তথা গণভিত্তি বৃদ্ধির। রাজ্যর মন্ত্রী মন্ত্রী স্বপন দেবনাথ চলতি মাস জুড়ে তাঁর বিধানসভা এলাকার গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগ কর্মসূচির কথা ঘোষণা করেছেন। গতকাল মাসের প্রথম দিন জনসংযোগ বেরিয়ে কালনার সুলতানপুর পঞ্চায়েতের অন্তর্গত উতরায় আদিবাসী মহিলাদের জন্য বিশেষ ঘোষণা করলেন মন্ত্রী।

গতকাল রবিবার জনসংযোগ কর্মসূচির উদ্দেশ্যে কালনার সুলতানপুর পঞ্চায়েতের অন্তর্গত আদিবাসী পাড়ায় গিয়েছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। এখানে ১১ টি আদিবাসী পরিবার বাস করছেন। মন্ত্রী স্বপন দেবনাথ জানান যে, একসময় এই গ্রামে যাবার রাস্তায় জল, কাদা জমে থাকতো। এখন এখানে ঢালাই রাস্তা করা হয়েছে। সেইসঙ্গে গ্রামের বহু উন্নয়ন করা হয়েছে। এরপরই তিনি গ্রামের মহিলাদের নিয়ে এক বৈঠক করেছেন। যেখানে তিনি গ্রামের মহিলাদের কাছে তাদের সমস্যার কথা জানতে চাইলেন। গতকাল এই গ্রামে ঢোকার সময় বেশ কিছু ঢেঁকি তিনি দেখতে পান। এর পরই তিনি গ্রামের মহিলাদের ডেকে, তাদের স্বনির্ভর করার লক্ষ্যে নিজের উদ্যোগে ঢেঁকিছাঁটা চালের বরাত দিলেন।

গ্রামের মহিলাদের ঢেঁকিছাঁটা চালের বরাত দেওয়া ছাড়াও, তাদের স্বনির্ভর করতে ১১০ টি হাঁস, মুরগি ও ৫৫ টি ছাগলের বাচ্চা বিনামূল্যে বিতরণের কথাও ঘোষণা করলেন তিনি আদিবাসী পরিবারের মহিলাদের জন্য। গতকাল এই জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে সংশ্লিষ্ট এলাকাবাসী দশরথ সোরেনের বাড়িতে দাওয়ায় বসে কলাপাতায় মধ্যাহ্নভোজন করলেন মন্ত্রী স্বপন বাবু। তাঁর এই উদ্যোগে আদিবাসী অধ্যুষিত এলাকায় সাড়া পড়ে যায়। স্থানীয় বাসিন্দা দশরথ সোরেন জানালেন যে, তাদের পাড়ার যাতায়াতের রাস্তা একসময় কাঁচা ছিল। এখন ঢালাই করা হয়েছে অনেকটাই। মন্ত্রী তাদের গ্রামের আরো উন্নয়ন করবেন বলে জানিয়েছেন। এর আগে তাদের জন্য কেউ এভাবে ভাবেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে মন্ত্রী স্বপন বাবু জানালেন যে, তিনি অনেক সময় দেখেছেন বেশ কিছু মানুষ আছেন যাদের নিজেদের সমস্যা কথা থাকলেও তা তারা জানাতে পারেন না। তাদের কাছে না গেলে, তাদের সঙ্গে কথা না বললে, তাদের সমস্যার কথা জানা যায় না। এছাড়া গ্রামে গেলে তাদেরকে সরকারি উন্নয়ন প্রকল্প সম্পর্কে জানাবার একটা বিরাট সুযোগও পাওয়া যায়। এ কারণেই তিনি দলের কর্মীদের গ্রামে গিয়ে যেমন জনসংযোগ বাড়াতে বলেছেন, তেমন তিনি নিজেও বিভিন্ন আদিবাসী তফশিলি সম্প্রদায় অধ্যুষিত মহল্লাগুলিতে জনসংযোগ চালাবেন। গ্রামে গ্রামে গিয়ে তাদের কথা শুনবেন। যদি তাদের কোনো সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবেন। এই কর্মসূচি সারা নভেম্বর মাস ধরে চলবে।

গতকাল আইমাপাড়ায় সুলতানপুর এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এক বর্ধিত সভা ও বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। গ্রামের বেশ কিছু পরিবার সরকারের নানা সুযোগ-সুবিধা লাভ করছেন মন্ত্রী জানালেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দরিদ্র, পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের কাছে পৌছে দিতে চান উন্নয়ন। সেই লক্ষ্যে এগিয়ে চলেছেন তাঁরা। উন্নয়নই হলো তাঁদের শেষ কথা, জানালেন মন্ত্রী। এভাবে আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে জনসংযোগ বাড়াতে বিশেষ পরিকল্পনা মন্ত্রী স্বপন দেবনাথের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!