নক্ষত্র পতন বলিউডে, লোকান্তরে স্বনামধন্য অভিনেতা অন্যান্য জাতীয় বিনোদন বিশেষ খবর July 7, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ বলিউডে বড়োসড়ো নক্ষত্র পতন। আজ সকাল সাড়ে সাতটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন স্বনামধন্য অভিনেতা দিলীপ কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত মঙ্গলবার থেকেই শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে অল্প অল্প করে তিনি সুস্থও হয়ে উঠেছিলেন। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে শেষ পর্যন্ত আজ তাঁর মৃত্যু ঘটে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - প্রায় এক মাস ধরে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা দিলীপ কুমার। ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা করা হয়েছিল তাঁর। সুস্থ হয়ে তিনি বাড়িও ফিরে এসেছিলেন। কিন্তু এবার আর শেষ রক্ষা হল না, লোকান্তরে পাড়ি দিলেন অভিনেতা। বেশ কিছুদিন ধরেই নিউমোনিয়ার মতো সমস্যায় ভুগছিলেন অভিনেতা। তাঁর শ্বাসকষ্টের সমস্যা ছিল। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। আজ ভোরবেলা থেকেই তাঁর শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটতে শুরু করে। অবশেষে অভিনেতার মৃত্যু, যা বলিউডের একটি যুগের অবসান। ১৯২২ সালে পেশোয়ারে জন্মগ্রহণ করেছিলেন দীলিপ কুমার। তাঁর প্রকৃত নাম মহম্মদ ইউসুফ খান। ১৯৪৪ সালে সিনেমার জগতে তিনি পদার্পণ করেন। তাঁকে হিন্দি চলচ্চিত্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে অন্যতম বলে গণ্য করা হয়। ভারতীয় অভিনেতা হিসেবে সর্বাধিক পুরস্কার পেয়েছেন তিনি। গিনেস বুক অব রেকর্ডে নাম আছে তাঁর। অভিনয় জীবনে একের পর এক পুরস্কার পেয়েছেন তিনি। একাধিকবার তিনি ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ অভিনেতা বলে বিবেচিত হয়েছেন, পেয়েছেন তিনি পদ্মবিভূষণ। তাঁর অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি ছবি হল ‘দেবদাস’, ‘মুঘলে আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘মধুমতী’, ‘ক্রান্তি’, ‘শক্তি’, ‘মাশাল’, ‘যোগান’, ‘দিদার’, ‘দাগ’ ইত্যাদি। তাঁর প্রয়ানে শোকস্তব্ধ সমস্ত মহল। আপনার মতামত জানান -