এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “নাম করে কথা বলতে পারছেন না অমিত শাহ, এত ভয় কীসের?” – কুলপির জনসভা থেকে বিজেপিকে জোরালো আক্রমণ অভিষেকের

“নাম করে কথা বলতে পারছেন না অমিত শাহ, এত ভয় কীসের?” – কুলপির জনসভা থেকে বিজেপিকে জোরালো আক্রমণ অভিষেকের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে জনসভা করছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ কুলপি বিধানসভা কেন্দ্রের ঢোলাহাট মাঠে জনসভা করছেন তিনি। কিছুদিন আগে কাথির জনসভা থেকে তৃণমূল ত্যাগী নেতাদের ও বিজেপিকে তীব্র কটাক্ষ করেছিলেন তিনি। আজকের জনসভা থেকেও বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেবার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরাসরি নাম না করেও তাঁকে বারবার তোলাবাজ ভাইপো বলে কটাক্ষ করেছেন তিনি। বিজেপির বহু নেতাও তাঁকে কটাক্ষ করেছেন। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে তিনি জানালেন যে, তাঁর নাম করে কেন কথা বলতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? তিনি প্রশ্ন করেছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এত ভয় কেন? এরপরই তিনি জানালেন যে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হলেন গুন্ডা। কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় হলেন বহিরাগত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কুলপির এই সভা থেকে আত্মবিশ্বাসী কণ্ঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন যে, আগামী ৫০ বছর ধরে রাজ্যের ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে তৃণমূল। তিনি জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে, তৃণমূলকে উৎখাত করবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান হলো মানুষের হৃদয়ে। তিনি প্রশ্ন করেছেন, কি করে তাঁকে উৎখাত করবেন বিজেপি নেতারা?

আবার শুভেন্দু অধিকারি, রাজীব বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য বিজেপি নেতারা জানিয়েছেন যে, ডবল ইঞ্জিন সরকার হলেই রাজ্যের উন্নতি সম্ভব হবে। এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করলেন, দিল্লির বিজেপি নেতারা বলেছেন ডবল ইঞ্জিন সরকার বানানো হবে। তাঁর কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ইঞ্জিনের সঙ্গে আগে মোকাবেলা করুন বিজেপি নেতারা। তিনি জানান যে, বিজেপি নেতারা কেন্দ্র ও রাজ্যে এক সরকার থাকতে হবে বলে বলছেন। তিনি প্রশ্ন করেছেন যে, চুরি করতে সুবিধা হবে বলেই কি ডবল ইঞ্জিন সরকার দরকার?

বিজেপিকে কটাক্ষ করে তিনি জানালেন যে, বিজেপি নেতাদের মুখে উন্নয়নের কোন কথা শোনা যায় না। শুধু জয় শ্রীরাম স্লোগান শোনা যায়। তিনি জানালেন বিজেপি বলেছে কেন্দ্র ও রাজ্যে একই সরকার দরকার। বাংলাকে মোদির হাতে তুলে দিতে। তিনি প্রশ্ন করেছেন যে, বাংলা কি জয়নগরের মোয়া? বিজেপি নেতৃত্বকে চ্যালেঞ্জ করে তিনি জানালেন যে, আগে দক্ষিণ ২৪ পরগনা তুলে দেখান বিজেপি নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ইঞ্জিনের মোকাবিলা করতেই অনেক ইঞ্জিনের প্রয়োজন হচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!