এখন পড়ছেন
হোম > Uncategorized > নন্দীগ্রামে প্রথমে মমতার জয়ের ঘোষণা কেন? ভরা সভায় বোমা ফাটালেন শুভেন্দু! চাপে তৃণমূল !

নন্দীগ্রামে প্রথমে মমতার জয়ের ঘোষণা কেন? ভরা সভায় বোমা ফাটালেন শুভেন্দু! চাপে তৃণমূল !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
2021 এর বিধানসভা নির্বাচনে রাজ্য থেকে জাতীয় রাজনীতি সকলের নজর ছিল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী, কে এখানে জয়লাভ করেন, তার দিকে তাকিয়েছিলেন সকলে। এমনকি ভোটের ফলাফল প্রকাশের দিনেও হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছিল সেই নন্দীগ্রামে। যা নিয়ে এখনও পর্যন্ত বিতর্ক চলছে। প্রথমদিকে টিভির পর্দায় প্রকাশিত হয় যে, এখানে জয়লাভ করেছেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু তার কিছুক্ষণ পরেই জানানো হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নয়, নন্দীগ্রামে জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিক ভাবেই কেন এই ফলাফলের পরিবর্তন হল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি সভা থেকেই এই প্রশ্ন তুলতে দেখা যাচ্ছে তাকে। আর এবার এই বিষয়ে তৃণমূলের চক্রান্তের পর্দাফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। যেখানে পরিকল্পনা করেই এই ঘোষণা করা হয়েছিল বলে দাবি করলেন তিনি। স্বাভাবিক ভাবেই তার এই মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো আলোরন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

 

সূত্রের খবর, বুধবার পূর্ব মেদিনীপুর সোনাচূড়ায় একটি কর্মসূচিতে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই ভোটের ফলাফলের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। সরাসরি শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করান নন্দীগ্রামের বিজেপির বিধায়ক। এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “ওরা এমনটা ঘোষণা করেছিল পরিকল্পনা করেই। কারণ এমন ঘোষণা শুনে যারা বিজেপির পোলিং এজেন্ট ছিল, তারা হয়তো ভয়ে বেরিয়ে পালিয়ে যাবে বলে ফেলেছিল। কিন্তু এরা ভয়ে পালানোর লোক নয়। এরা নন্দীগ্রামের লোক। সোনাচূড়ায় সতেরোটা মেশিন লুকিয়ে দিয়েছিল। আমি তো জানি, চার হাজার না হলেও তিন হাজার লিড হবে। সোনাচূড়া কখনও শুভেন্দু অধিকারীর সঙ্গে বেইমানি করতে জানে না। তাই সোনাচূড়ার গণনা হল। আর দিদিমনি ব্যাক টু প্যাভিলিয়ন।” অর্থ্যাৎ প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়ের কথা ঘোষণা করেও শুভেন্দু অধিকারীকে জয়লাভ করিয়ে দেওয়া হল, তা নিয়ে এতদিন তৃণমূলের পক্ষ থেকে নানা প্রশ্ন তোলা হয়েছিল। কিন্তু এবার এই গোটা বিষয়ে তৃণমূলের চক্রান্তের কথা তুলে ধরে ঘাসফুল শিবিরকে কার্যত কোণঠাসা করে দেওয়ার চেষ্টা করলেন রাজ্যের বিরোধী দলনেতা বলেই মনে করছেন একাংশ।

 

পর্যবেক্ষকদের মতে, 2021 সালে নন্দীগ্রামের বিজয়ের পালা নিয়ে এখনও পর্যন্ত বিতর্কের রেশ কাটেনি। প্রায় প্রতিটি সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে হেরেছেন, এই কথা তুলে ধরে তৃনমূলের অস্বস্তি বাড়িয়ে দেন শুভেন্দু অধিকারী। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে কারচুপি করে জয়লাভ করা হয়েছে বলে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা হয়। তবে এবার গোটা বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে শোরগোল তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!