এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নামেই তৃণমূলের ছাত্র পরিষদের অনুষ্ঠান! ভোটের আগে বিভেদ ভুলে কাছে শাসকদলের শীর্ষ নেতারা?

নামেই তৃণমূলের ছাত্র পরিষদের অনুষ্ঠান! ভোটের আগে বিভেদ ভুলে কাছে শাসকদলের শীর্ষ নেতারা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –তৃণমূলের দ্বন্দ্ব তৃণমূলের কাছে সবথেকে বড় বিড়ম্বনার কারণ। তবে আগামী বিধানসভা নির্বাচনের আগে সেই দ্বন্দ্ব মিটিয়ে নিতে জেলাস্তরে সাংগঠনিক পরিবর্তনের মধ্য দিয়ে কড়া বার্তা দিয়েছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় এক নেতার বিরুদ্ধে অপর নেতার অসন্তোষ প্রকাশ্যে এসেছে। তবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভার্চুয়াল সভায় যতই ঝগড়া থাকুক না কেন, এক নেতা অপর নেতার সাথে এক আসনে বসে এই অনুষ্ঠান পালন করলেন।

যা দেখে অনেকে বলছেন, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা আপেক্ষা তৃণমূলের মধ্যে যে ঐক্য যথেষ্ট পরিমাণে বজায় রয়েছে, তা প্রমাণ করতেই মরিয়া হল শাসক দলের শীর্ষ নেতৃত্ব। জানা গেছে, এদিন উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার, শিলিগুড়ি প্রতিটি জায়গাতেই মহাসমারোহে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে প্রতিষ্ঠা দিবস পালন করার পাশাপাশি জেলা তৃণমূলের কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বক্তব্য শোনানো হয়।

যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কিষাণ কল্যাণী সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। অন্যদিকে আলিপুরদুয়ার জেলার পৌরসভার হলে টিভি স্ক্রিনে শোনানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী, বিধায়ক সৌরভ চক্রবর্তী, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সমীর ঘোষ সহ অন্যান্যরা। একইভাবে কোচবিহার জেলা তৃনমূল কার্যালয়ের তৃনমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভার্চুয়াল সভায় দলের নেত্রীর বক্তব্য শোনেন সকল নেতারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে শিলিগুড়িতে কেক কেটে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে দলের নেতাদের ভেতরের দ্বন্দ্ব যাতে মিটিয়ে ফেলা যায়, তার জন্য সকলকে ঐক্যবদ্ধ করে এই ভার্চুয়াল সভায় নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছিল।

যার ফলস্বরুপ কোচবিহার থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি প্রতি জেলার তৃণমূল নেতারাই ছাত্রসংগঠনের এই সভায় অংশ নিলেন। তবে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের সভা বড় করে দেখানো অপেক্ষা তৃণমূল নেতাদের দ্বন্দ্ব যে আর নেই, তাই প্রকাশ্যে বেশি করে ফুটে উঠল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই প্রতিষ্ঠা দিবসের মঞ্চে তৃণমূল নেতারা মতানৈক্য ভুলে পাশাপাশি বসলেও, বাস্তবে তাদের ঐক্যবদ্ধ রূপ চোখে পড়ে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!