এখন পড়ছেন
হোম > জাতীয় > নামি সংস্থার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ কেন্দ্রের, জেনে নিন কারণ!

নামি সংস্থার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ কেন্দ্রের, জেনে নিন কারণ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দীর্ঘদিন ধরেই কেন্দ্রের বিজেপি সরকারকে আদানি- আম্বানিদের সরকার বলে কটাক্ষ করতে দেখা যায় বিরোধীদের। এক্ষেত্রে ব্যাপক চাপে পড়ে যায় কেন্দ্রীয় সরকার। কিন্তু এবার বিরোধীদের পক্ষ থেকে আদানি এবং আম্বানিদের সরকার বলে বিজেপিকে যতই কটাক্ষ করা হোক না কেন, সেই আদানি গোষ্ঠীর বেশকিছু সংস্থার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। স্বাভাবিকভাবেই কেন্দ্রের পক্ষ থেকে এই বক্তব্য সামনে আসার পরেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, সোমবার সংসদের বাদল অধিবেশন শুরু হয়। আর সেখানেই এই ব্যাপারে বড় বার্তা দিতে দেখা যায় কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীকে। এদিন তিনি বলেন, “বাজার নিয়ন্ত্রক তাদের কিছু নিয়ম ভাঙ্গার অভিযোগ খতিয়ে দেখছে। ডিআরআই আইন লঙ্ঘনের তদন্ত করছে। মারিশাসের তিনটি ফান্ড সংস্থার বেশিরভাগ লগ্নিই ছিল আদানি গোষ্ঠীর কিছু সংস্থায়।” বস্তুত, নিয়ম ভঙ্গ করার অভিযোগ এই সেবি এবং ডিআরআইয়ের পক্ষ থেকে এই আদানি গোষ্ঠীর বেশকিছু সংস্থার বিরুদ্ধে তদন্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। যদিও বা তারা কোনো নিয়ম ভঙ্গ করেনি বলে পাল্টা দাবি করেছে এই গোষ্ঠী।

এদিকে কেন্দ্রের পক্ষ থেকে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী সংসদে এই ব্যাপারে বিবৃতি রাখলেও, সেবির পক্ষ থেকে তাদের কাছে কোনো নির্দেশ আসেনি বলেও জানিয়ে দেওয়া হয়েছে আদানি গোষ্ঠীর পক্ষ থেকে। যার জেরে একাংশ বলছেন, গোটা বিষয়টি নিয়ে ব্যাপক জলঘোলা পরিস্থিতি তৈরি হতে পারে। কেন্দ্রের পক্ষ থেকে এই ব্যাপারে বার্তা দেওয়া হলেও, যেভাবে আদানি গোষ্ঠী তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তাতে গুঞ্জন ক্রমশ বাড়ছে। স্বাভাবিক ভাবেই এই বড় গোষ্ঠীর বিরুদ্ধে নিয়ম ভাঙার যে অভিযোগ তোলা হল, তাতে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তদন্ত প্রক্রিয়ায় ঠিক কি কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!