এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ, দায়িত্বভার নিলেন অপর এক বিচারপতি

নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ, দায়িত্বভার নিলেন অপর এক বিচারপতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘ টানাপোড়েনের পর নন্দীগ্রাম মামলা থেকে সরে গিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করে হাইকোর্টে মামলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে এই মামলার শুনানি শুরু হয়েছিল। তবে, বিচারপতির ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলতে দেখা গেছে তৃণমূলকে? তাঁকে বিজেপি ঘনিষ্ঠ বলে দাবি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির সঙ্গে বিচারপতি কৌশিক চন্দের যোগাযোগ রয়েছে বলে দাবি করে, নিরপেক্ষ বিচার পাওয়া সম্ভব নয় বলে আশঙ্কা করে এই মামলা থেকে বিচারপতি কৌশিক চন্দকে সরিয়ে দেবার জন্য আদালতে দাবি জানান মুখ্যমন্ত্রীর আইনজীবী। তাঁর নিরপেক্ষতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা হয়। যা থেকে প্রবল বিতর্ক দেখা দেয়। দীর্ঘ টানাপোড়েনের পর মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি কৌশিক চন্দ। বিচার ব্যবস্থাকে কলুষিত করার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ লক্ষ টাকার জরিমানা করেছেন তিনি।

এরপর হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের কাছে চলে যায় এই মামলাটি। গতকাল এই মামলা তিনি তুলে দিয়েছেন বিচারপতি শম্পা সরকারের এজলাসে। অর্থাৎ, বিচারপতি শম্পা সরকারের এজলাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। তবে, মামলার পরবর্তী শুনানি কবে হবে? তা এখনো স্থির করেনি আদালত। তবে জানা যাচ্ছে, চলতি সপ্তাহেই এই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!