এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “নন্দীগ্রামের ছেলে শুভেন্দুই জিতছে, মমতা নয়।” – প্রত্যয়ী শিশির অধিকারী

“নন্দীগ্রামের ছেলে শুভেন্দুই জিতছে, মমতা নয়।” – প্রত্যয়ী শিশির অধিকারী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বঙ্গ রাজনীতির হটস্পট বলা যেতে পারে নন্দীগ্রামকে। নন্দীগ্রাম যেমন ২০১১ সালের বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, তেমনি আগামী বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখান থেকেই নির্বাচনে লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। গত জানুয়ারি মাসে তেখালির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম কেন্দ্র থেকে লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

এরপর শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, নন্দীগ্রামে তিনি মুখ্যমন্ত্রীকে ৫০ হাজার ভোটে পরাজিত করবেন। গোটা রাজ্যের রাজনীতি মহল এই কেন্দ্রের দিকে তাকিয়ে। এবার নন্দীগ্রাম প্রসঙ্গে তৃণমূল সাংসদ শিশির অধিকারী জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, নন্দীগ্রাম থেকে জিতবেন ভূমিপুত্র শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, আগামী ২৪ সে মার্চ কাঁথিতে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই সভায় শিশির অধিকারীকে আমন্ত্রণ জানিয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। গত শনিবার লকেট চট্টোপাধ্যায় গিয়েছিলেন শান্তি কুঞ্জতে। সেখানে বিজেপি সাংসদকে সাদর অভ্যর্থনা জানানো হয়েছে। স্যালাড, মৌরলা মাছ সহযোগে মধ্যাহ্নভোজন করানো হয়েছে। এখন প্রশ্ন একটাই, প্রধানমন্ত্রীর কাঁথির জনসভাতে কি যোগদান করবেন শিশির অধিকারী?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার এ প্রসঙ্গে গণমাধ্যমে বেশ কিছু বক্তব্য রাখলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী। শিশির অধিকারী স্পষ্ট জানালেন যে, শুভেন্দু অধিকারী যদি বলেন, তবে আগামী ২৪ সে মার্চ কাঁথিতে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান তিনি করবেন। ইতিপূর্বে গণ মাধ্যমে শিশির অধিকারী জানিয়েছিলেন যে, শুভেন্দু অধিকারীকে তৃণমূল ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছিল।

তিনি আরও জানিয়েছেন যে, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার ইচ্ছাই  প্রার্থী ঘোষণার আগেই দলকে জানিয়েছিলেন। দল এতে সম্মতি দিয়েছে।কিন্তু, এখন কোনো কোনো মহল থেকে বলার চেষ্টা করা হচ্ছে যে, শুভেন্দু অধিকারীকে চাপে ফেলতেই নন্দীগ্রাম থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে। এ প্রসঙ্গে শিশিরবাবুর স্পষ্ট বক্তব্য, নন্দীগ্রাম থেকে ভূমিপুত্র শুভেন্দু অধিকারীই জয়লাভ করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন।

শিশিরবাবু আরও জানিয়েছেন যে, শুভেন্দু অধিকারীই তাঁকে তৃণমূলে এনেছিলেন। তৃণমূল তাঁকে সম্মান দেয় না, ঘরে বসিয়ে রেখেছে। এখন বিপদের মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী। তাই তার পাশে দাঁড়াতে চান তিনি।বাবা হয়ে ছেলের পাশে তিনি দাঁড়াবেন, এটাই তো স্বাভাবিক।

আবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর পায়ে আঘাতের ঘটনা প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, এই ঘটনাটি একটা দুর্ঘটনাই, এটা কোন রাজনৈতিক বিষয় নয়। প্রসঙ্গত তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী, পরবর্তীতে করেছেন তাঁর ভাই সৌমেন্দু অধিকারী। এবার কি তবে বিজেপিতে যোগদানের পালা শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর? এ প্রশ্ন এখন সকলের মুখে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!