এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রামের ঘটনার পর নড়েচড়ে বসল নির্বাচন কমিশন, জারি হলো কঠোর নির্দেশ

নন্দীগ্রামের ঘটনার পর নড়েচড়ে বসল নির্বাচন কমিশন, জারি হলো কঠোর নির্দেশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে এসে পায়ে আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে, অন্যদিকে বিজেপির দাবি, সম্পূর্ণটাই নাটক। এবার এ বিষয়ে বিশেষভাবে সতর্কতামূলক পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন।

নন্দীগ্রামের মতো ঘটনার যেন কোনোভাবেই পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য জেলাশাসক ও পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক আরিফ আফতাব। অপ্রত্যাশিত ঘটনা রুখতে বিভিন্ন দলের ষ্টার ক্যাম্পেনার ও ভিআইপিদের নিরাপত্তা জন্য এবার থেকে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করার বিষয়ে চিন্তা ভাবনা করছে নির্বাচন কমিশন।

অন্যদিকে, প্রথম দফার নির্বাচনের মনোনয়নপত্র ইতিমধ্যেই জমা পড়েছে, দ্বিতীয় দফার মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। নির্বাচনের নিরাপত্তার কথা চিন্তা করে রাজ্যে ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এবার কেন্দ্রীয় বাহিনী দিয়েই তারকা প্রচারক ও ভিআইপিদের নিরাপত্তার বিষয়ে চিন্তা ভাবনা করছে নির্বাচন কমিশন। আজ জরুরী ভিত্তিতে ভার্চুয়াল কনফারেন্স করে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক আরিফ আফতাব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ আরিফ আফতাবের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপার প্রমুখরা। এই বৈঠকে ভোটের প্রস্তুতি, মনোনয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলেছে। এর সঙ্গেই বৈঠকে নির্বাচনের প্রচারের সময় বিভিন্ন দলের তারকা প্রচারক ও ভিআইপিদের বিশেষভাবে নিরাপত্তা দেবার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে তাঁদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। বৈঠকে জানানো হয়েছে নন্দীগ্রামের মতো ঘটনা, যেন আর না ঘটে।

অন্যদিকে, আগামী সোমবার থেকে নির্বাচনী প্রচারে নামছে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুইলচেয়ারে করেই নির্বাচনের প্রচার শুরু করবেন তিনি। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী একটি টুইট করলেন। যেখানে মুখ্যমন্ত্রীর হুইল চেয়ারে বসা একটি ছবি পোস্ট করলেন তিনি। টুইটে তিনি লিখেছেন যে, দেখা হবে, খেলা হবে ও জেতাও হবে। মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সাংসদ মিমি চক্রবর্তী। মুখ্যমন্ত্রী যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, পার্থনা করেছিলেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!