এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নন্দীগ্রামের পদযাত্রা থেকে পুরনো দলকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর

নন্দীগ্রামের পদযাত্রা থেকে পুরনো দলকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর অরাজনৈতিক কর্মসূচি। নন্দীগ্রামে রোডশোয়ে অংশগ্রহণ করলেন। টেঙ্গুয়া থেকে নন্দীগ্রামবাজার পর্যন্ত তাঁর রোডশো। সেখানে তিনি বজরংবলীর মন্দিরে পুজো দিতে যেতে পারেন। তিনি ইতিপূর্বে জানিয়ে ছিলেন যে, আজ তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসেননি নন্দীগ্রামে। নন্দীগ্রামে রাজনৈতিক কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন আগামী ৮ ই জানুয়ারি। কিন্তু আজ নন্দীগ্রামের রোডশো থেকে পুরোনো দলকে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।

আজ নন্দীগ্রামে এসে প্রথমে বিজেপির দলীয় অফিসে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আজ নন্দীগ্রামে তাঁর রোডশোতে জনজোয়ার দেখা গেলো। কেউ ফুল ছুড়ে, কেউ বা হাত তুলে স্বাগত জানালেন তাঁকে। সকলকেই শুভেচ্ছা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রোডশো থেকে তিনি জানালেন যে, মন্ত্রিত্ব ছাড়ার পর তিনি যখন এসেছিলেন, তখন মানুষ তাঁকে বরণ করেছিলেন, বিধায়ক পদ ছেড়ে দেবার পর যখন এসেছিলেন, তখনও মানুষ তাঁকে বরণ করেছিলেন, এবার বিজেপির সদস্য পদ গ্রহণের পর তিনি আজ এখানে এসেছেন, মানুষ তাঁকে বরণ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানালেন যে, তিনি হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান। ধর্মের প্রতি আস্থা রয়েছে তাঁর। তবে সেই সঙ্গে তিনি যখন জনপ্রতিনিধি, তখন সেই দায়িত্বও পালন করবেন তিনি। এরপর শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করে তিনি জানালেন যে, তৃণমূলের ভাওতাবাজি মানুষ এখন ধরে ফেলেছেন, এ কারণেই রাজনৈতিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন তৃণমূলের নেতারা। তৃণমূলের নেতারা রাজনৈতিক ভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।

রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করে তিনি জানালেন যে, তৃণমূলের কথা ও কাজের কোন মূল্য নেই। সাড়ে ৯ বছর পর মনে পড়েছে, এ কারণেই তারা করছে যমের দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধান এসব কিছু। তিনি দাবি করেছেন যে, এ সমস্ত কিছু ভাওতাবাজি করে আর কোনো লাভ হবে না। রাজ্যের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে, পরিবর্তনের পরিবর্তন করতে হবে। আগামী ৮ই জানুয়ারি নন্দীগ্রামে রাজনৈতিক সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন নন্দীগ্রাম থেকেই সেদিন ১ লক্ষ মানুষ উপস্থিত হবেন তাঁর সভাতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!