এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রামের স্মরণসভায় দাঁড়িয়ে শুভেন্দুকে একহাত তৃণমূল নেতার,গণনায় কারচুপির বিস্ফোরক অভিযোগ

নন্দীগ্রামের স্মরণসভায় দাঁড়িয়ে শুভেন্দুকে একহাত তৃণমূল নেতার,গণনায় কারচুপির বিস্ফোরক অভিযোগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নন্দীগ্রামে আজ জোড়া স্বরণসভা পালন করল তৃণমূল ও বিজেপি। ২০০৭ সালের এই দিনে নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। এরপর ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে স্মরণসভার আয়োজন করা হয়। তৃণমূলের পক্ষ থেকে আজ গোকুলনগরে স্মরণসভার আয়োজন করা হয়েছিল। যেখানে যোগদান করেছিলেন কুনাল ঘোষ, তাপস রায়, দোলা সেন সহ একাধিক নেতৃবৃন্দ। এই সভায় বক্তব্য রাখেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। যেখানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একেরপর এক বিস্ফোরক বক্তব্য রেখেছেন তিনি।

তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানালেন, নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে তাঁরা উচ্ছেদ করেই ছাড়বেন। শুভেন্দু হঠাও নন্দীগ্রাম বাঁচাও, এই স্লোগান তুলেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, সমস্ত কিছু ভোগ করার পর মায়ের পিঠে ছুরি মেরেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে গদ্দার, বেইমান বলে কটাক্ষ করলেন তিনি। তিনি জানালেন, গণনা বন্ধ করতে ঘুরে বেরিয়েছিলেন শুভেন্দু অধিকারী। গণনা হতে দিলে ২২ হাজার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে জিতবেন। তিনি অভিযোগ করেছেন, লোডশেডিং করে ভোটে জিতেছেন শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এভাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক বোমা ফাটালেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। এবার তার এই বক্তব্যের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী কি বক্তব্য রাখেন? সেদিকেই দৃষ্টি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের। অন্যদিকে তৃণমূল নেতা তাপস রায় অভিযোগ করেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে যেভাবে হারানো হয়েছে, তা অত্যন্ত পরিতাপের বিষয়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নন্দীগ্রামে একসময়ের অত্যন্ত বিশ্বাসযোগ্য সেনাপতি শুভেন্দু অধিকারীর কাছে মুখ্যমন্ত্রীর পরাজয় কিছুতেই মেনে নিতে পারেননি শাসক দলের নেতা-নেত্রীরা। ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী জিতে এলেও, নন্দীগ্রামের পরাজয় এখনো ভাবাচ্ছে তৃণমূলকে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!