এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রাম নিয়ে মমতাকে প্রশ্ন দিলীপের, শোরগোল রাজ্যে!

নন্দীগ্রাম নিয়ে মমতাকে প্রশ্ন দিলীপের, শোরগোল রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যত কান্ড, তা যেন নন্দীগ্রাম নিয়ে। এককালে আন্দোলনের আঁতুড়ঘর এই নন্দীগ্রাম এবারের বিধানসভা নির্বাচনে আলোচনার পাদপ্রদীপে উঠে এসেছে। যেখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী হয়েছেন তৃণমূলের প্রাক্তন সৈনিক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আসন নিজেদের দখলে রাখবার জন্য ইতিমধ্যেই নন্দীগ্রামে একাধিক জনসভার মধ্যে দিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যেখানে নিজের দলে প্রাক্তন নেতা তথা বর্তমান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে কটাক্ষ করেছেন তিনি। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার কারণেই এই সমস্ত অভিযোগ করছেন বলে পাল্টা কটাক্ষ করেছে ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ খুলে তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বলা বাহুল্য, রবিবার পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে একটি জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই 2007 সালের 14 মার্চের প্রসঙ্গ টেনে এনে পুলিশের গুলি চালানোর ঘটনা নিয়ে একেবারে অধিকারী পরিবারের দিকে আঙ্গুল তুলতে দেখা যায় তাকে। আর তারপরেই আজ এই বিষয় নিয়ে পাল্টা মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “10 বছর ক্ষমতায় থেকে নন্দীগ্রামের কাণ্ডের তদন্ত হয়নি কেন? শুভেন্দুবাবুরা জল, জঙ্গল থেকে ওনাকে জিতিয়েছেন। হারবেন বুঝে গিয়েছেন বলেই এখন অভিযোগের রাস্তায় হাঁটছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করা ছাড়া ওনার আর কোনো কাজ নেই। যে পুলিশ অফিসার গুলি চালায়, সে এখন তৃণমূলে। কত জনকে সাজা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়! উনি সেটিং করেছেন। নন্দীগ্রামের স্বজনহারাদের জন্য উনি কি দিয়েছেন?”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ এখন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী অধিকারী বা তার পরিবারকে কটাক্ষ করলেও, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামের মানুষ সুবিচার পাননি বলেই দাবি করার চেষ্টা করলেন দিলীপ ঘোষ। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে কার্যত নস্যাৎ করে দিয়ে পাল্টা নন্দীগ্রামের সেন্টিমেন্টকে বাড়িয়ে দেওয়ার সুকৌশলী চেষ্টা করলেন বিজেপি রাজ্য সভাপতি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, এবারের নির্বাচনী লড়াইয়ে সবথেকে বেশি হাইপ্রোফাইল কেন্দ্র নন্দীগ্রাম। যত দিন যাচ্ছে, ততই অভিযোগ পাল্টা অভিযোগ রীতিমত আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে রাজ্য রাজনীতিতে। আর এই অবস্থাতে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকারী পরিবার সম্পর্কে বিস্ফোরক মন্তব্য রীতিমত শোরগোল ফেলে দিয়েছিল। কিন্তু সপ্তাহের শুরুর দিন সোমবার সেই ব্যাপারে পাল্টা মন্তব্য করে তৃণমূল নেত্রীকে কার্যত চাপে ফেলে দিলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!