এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রাম মামলায় নয়া মোড়, বিচারপতিকেই মামলা থেকে সরে যাওয়ার আবেদন, টালমাটাল রাজ্য!

নন্দীগ্রাম মামলায় নয়া মোড়, বিচারপতিকেই মামলা থেকে সরে যাওয়ার আবেদন, টালমাটাল রাজ্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এবার নন্দীগ্রাম মামলায় দেখা দিল নয়া মোড়। যে বিচারপতিকে নিয়ে সবথেকে বেশি আপত্তি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আইনজীবীর, সেই বিচারপতির এজলাসেই এই নন্দীগ্রাম মামলার শুনানি হতে চলেছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বস্তুত, 2021 এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বহু নাটকীয় পরিস্থিতির পর পরাজিত হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে জয়লাভ করেছেন বিজেপির শুভেন্দু অধিকারী।

আর তারপরেই ভোটের ফলাফল ব্যাখ্যা করতে গিয়ে এই নন্দীগ্রাম নিয়ে সংশয় প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন তিনি। তবে দীর্ঘদিন এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি তাকে বা তার দল তৃণমূল কংগ্রেসকে। কিন্তু সম্প্রতি এই ব্যাপারে হাইকোর্টে মামলা করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেখানে নন্দীগ্রামের ফলাফল নিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

কিন্তু যে বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হবে, সেই কৌশিক চন্দকে নিয়ে প্রথম থেকেই আপত্তি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। যেখানে কৌশিক চন্দের একাধিক বিজেপি ঘনিষ্ঠতার ছবি সামনে এনে নিরপেক্ষতা বজায় নাও থাকতে পারে বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে নন্দীগ্রাম মামলায় বিচারপতি বদল হবে বলেই মনে করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মামলার শুনানির আগের দিন দেখা গেল অন্য চিত্র।

বস্তুত, বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে। কিন্তু তার আগে বুধবার হাইকোর্টের পক্ষ থেকে একটি অনলাইন ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গেছে, বৃহস্পতিবার এই নন্দীগ্রাম মামলার শুনানি হবে বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে। স্বাভাবিক ভাবেই তৃণমূলের পক্ষ থেকে এখন বিচারপতিকে সরানো প্রয়োজন বলে দাবি করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি ইতিমধ্যেই এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসুর পক্ষ থেকে একটি দাবি তুলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে একটি চিঠি দেওয়া হয়েছে। অর্থাৎ কোনোমতেই কৌশিক চন্দের এজলাসে যাতে এই নন্দীগ্রাম মামলা না হয়, তার জন্য তৎপর তৃণমূল কংগ্রেস। আর তাই মামলা শুরু হওয়ার আগে এই ব্যাপারে নিজেদের আপত্তি জানিয়ে পদক্ষেপ গ্রহণ করতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে।

যদিও বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এই ব্যাপারে আপত্তি জানিয়ে নন্দীগ্রাম মামলা থেকে বিচারপতি কৌশিক চন্দকে সরানোর আবেদন করলেও, তা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। অনেকে বলছেন, এভাবে বিচারব্যবস্থা নিয়েও কি আপত্তি তুলতে পারে শাসক দল! এই ঘটনা কার্যত নজিরবিহীন বলেও আখ্যা দিচ্ছেন একাংশ। যদিও বিভিন্ন সময় বিজেপির নানা মামলায় অংশ নিতে দেখা গেছে সেই কৌশিক চন্দকে।তাই নন্দীগ্রাম সংক্রান্ত মামলায় অংশ নিলে সে ক্ষেত্রে নিরপেক্ষতা নাও বজায় থাকতে পারে।

কৌশিক চন্দ্রের ভাবমূর্তি বা অবস্থান নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু যেহেতু তিনি বিভিন্ন সময় বিজেপির হয়ে বিভিন্ন মামলার লড়েছেন এবং সম্প্রতি দিলীপ ঘোষের সঙ্গে তার একটি ছবি প্রকাশ্যে এসেছে, তাই তাকে এই গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম মামলার এজলাস থেকে যাতে সরানো যায়, তার জন্যই শাসকদলের এই আবেদন‌।

তবে গোটা ব্যাপারটি নিয়ে যে বিতর্ক ক্রমশ ঊর্ধ্বমুখী, তা বলাই যায়। এখন শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পক্ষ থেকে কৌশিক চন্দের ব্যাপারে আপত্তি জানানো হলেও, বৃহস্পতিবার নন্দীগ্রাম মামলার এজলাস কোন বিচারপতির কাছে যায়, কি সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!