নন্দীগ্রাম মামলার পাল্টা এবার বিজেপির নজিরবিহীন পদক্ষেপ নেবার ইঙ্গিত, বিতর্ক তুঙ্গে কলকাতা বিজেপি রাজনীতি রাজ্য June 19, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনী যুদ্ধে প্রথম থেকেই হাইভোল্টেজ কেন্দ্র বলে বিবেচিত হয়েছিল নন্দীগ্রাম। তার কারণ নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর লড়াই। খুব স্বাভাবিকভাবেই এই কেন্দ্র নিয়ে শুরু থেকেই নানান তর্ক বিতর্ক। ভোটের রেজাল্ট বেরোনোর দিন সেই বিতর্ক তুঙ্গে ওঠে। আর এবার সেই বিতর্ক বেড়ে গেল নন্দীগ্রাম মামলা আদালতে যাওয়ায়। পাশাপাশি এবার বিজেপি এই মামলার পাল্টা বড়োসড় পদক্ষেপ নেবার ইঙ্গিত। ভোটের রেজাল্টে একসময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম থেকে জয়ী হিসেবে ঘোষণা করে দেওয়া হয়। কিন্তু কিছু সময় যাওয়ার পরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় মমতা বন্দ্যোপাধ্যায় নয়, জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী 2500 ভোটে। আর তারপর থেকেই শুরু হয় ব্যাপক চাপানউতোর। নিয়ম অনুযায়ী ভোটের রেজাল্ট বেরোনোর 45 দিনের মাথায় মামলা করা যায় পুনর্গণনার আর সেই সুযোগই নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এতো সহজে ছেড়ে দিতে রাজি নয় বিজেপি। তাঁদের পক্ষ থেকেও শোনা যাচ্ছে, এবার 50 টি আসনের পুনর্গণনার আবেদন করা হবে হাইকোর্টে। প্রসঙ্গত তৃণমূলের পক্ষ থেকে নন্দীগ্রামের পুনর্গণনা চাওয়া হয়েছিল নির্বাচন কমিশনের কাছেই। কিন্তু কমিশন তা খারিজ করে দেয়। খুব স্বাভাবিক ভাবেই বিজেপির এই সিদ্ধান্ত সামনে আসার পর নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, রাজ্যের যে বিধানসভা আসনে বিজেপি খুব কম ব্যবধানে হেরেছে, সেই আসনগুলোর বিরুদ্ধেই পুনর্গণনার কথা বলা হবে। তার মধ্যে যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, মহিষাদল, উত্তর 24 পরগনা জেলার হাবরা, আবার মালদার বৈষ্ণবনগর যেরকম রয়েছে, সেরকমই পশ্চিম বর্ধমানের দূর্গাপুর পুর্ব ও রানীগঞ্জসহ আরো বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে যেখানে ব্যবধান কোথাও হাজারের নিচে, কোথাও সাত হাজারের সামান্য কম, আবার কোথাও 10 হাজারের নিচে। তবে এই পুনর্গণনার মামলা গেরুয়া শিবির করবে না শুভেন্দু অধিকারী করবেন তা এখনো অবশ্য জানা যায়নি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - রাজ্য বিজেপি সূত্রের খবর, শুভেন্দু অধিকারী এই মামলা করতে চাইলেও রাজ্য বিজেপির কিন্তু তাতে সায় নেই। এক্ষেত্রে বলা হচ্ছে, রাজ্য বিজেপি যদি 50 টি আসনের পুনর্গণনার চায়, তাহলে তৃণমূল পাল্টা 60-70 টি আসনের পুনর্গণনা চেয়ে বসবে। এতে জটিলতা বারা ছাড়া আর কিছুই হবেনা। অন্যদিকে আইনজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে, পুনর্গণনা চাইলেই তা পাওয়া যাবেনা। তার কারণ পুনর্গণনার আবেদন করতে গেলে তার যুক্তিসংগত কারণ থাকা চাই। নন্দীগ্রাম নিয়ে যেহেতু প্রথম থেকে একটা জটিলতা তৈরি হয়েছিল এবং পুনর্গণনার আবেদন নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছিল, সেহেতু নন্দীগ্রামের আবেদন গ্রহণ করা হয়েছে। কিন্তু বিজেপি যে 50 টি আসনের পুনর্গণনার আবেদন করছে, সেখানে কোনো বিওর্ক এতদিন ছিলনা। তাই এই মামলা হাইকোর্ট গ্রহণ করবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। পাশাপাশি এই মামলা গ্রহণ করলে প্রশ্ন উঠবে, নির্বাচন কমিশনের ভোট পরিচালনার পদ্ধতি নিয়ে। প্রথম থেকেই নির্বাচন কমিশন এবার কড়াভাবে ভোট পরিচালনা করেছে। সে ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভোট পরিচালনার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠবে। তাই বিজেপির এই আবেদন গ্রহণযোগ্য হবে কি, হবেনা তা নিয়ে কিন্তু একটা কৌতুহল থাকছেই। পাশাপাশি নন্দীগ্রাম মামলার বিরুদ্ধে বিজেপির এই নজিরবিহীন পদক্ষেপ যে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি করবে, তা নিয়েও কোন সন্দেহ নেই। আপনার মতামত জানান -