এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রাম মামলা নিয়ে আজই চূড়ান্ত রায় আদালতের? উৎকণ্ঠায় শাসক পক্ষ!

নন্দীগ্রাম মামলা নিয়ে আজই চূড়ান্ত রায় আদালতের? উৎকণ্ঠায় শাসক পক্ষ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2021 সালের বিধানসভা নির্বাচনে শুধু রাজ্য নয়, গোটা দেশের নজর ছিল বাংলার নন্দীগ্রাম বিধানসভার দিকে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে শুভেন্দু অধিকারীর লড়াইয়ে শেষ পর্যন্ত এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে কে শেষ হাসি হাসে, তা লক্ষনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছিল সকলের কাছে। তবে ফলাফল ঘোষণার দিন থেকেই আরও বেশি করে গুঞ্জন তৈরি হয় এই নন্দীগ্রাম বিধানসভা নিয়ে। যেখানে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন বলে জানানো হলেও, পরবর্তীতে জানানো হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নয়, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। আর এরপরেই নন্দীগ্রাম বিধানসভার দুইরকম ফলাফল নিয়ে তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়।

সাংবাদিক বৈঠকে এই ব্যাপারে সংশয় প্রকাশ করেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন তিনি। আর তারপরেই রীতিমতো শোরগোল পড়ে যায়। তবে শুধু নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র নিয়ে মামলা দায়ের করাই নয়, যে বিচারপতির এজলাসে সেই মামলা গিয়েছে, সেই বিচারপতিকে নিয়েও প্রশ্ন তুলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে।

তৃণমূলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করে জানানো হয়, বিচারপতি কৌশিক চন্দের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা রয়েছে। তাই তাকে এই মামলার বিচারপতি করা হলে, নিরপেক্ষতা নাও মজায় থাকতে পারে। তাই তার বদলে অন্য কোনো বিচারপতির এজলাসে যেন এই মামলা নিয়ে যাওয়া হয়। তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর এই পরিস্থিতিতে আজ নন্দীগ্রাম মামলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আইনজীবীর পক্ষ থেকে বিচারপতিকে পরিবর্তন করার যে আবেদন করা হয়েছে, তার ভিত্তিতে রায়দান করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ বেলা 11 টায় বিচারপতি কৌশিক চন্দ এই ব্যাপারে রায় ঘোষণা করতে পারেন।, মূলত এই বিচারপতি কৌশিকবাবুকে নিয়ে তৃণমূলের পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে। তার সঙ্গে একাধিক বিজেপি নেতার ছবি প্রকাশ্যে এনে তৃনমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নন্দীগ্রাম মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেখানে বিজেপির সঙ্গে যোগ থাকা কাউকে যেন বাড়তি দায়িত্ব দেওয়া না হয়। এক্ষেত্রে বিচারব্যবস্থা প্রভাবিত হতে পারে বলেও দাবি করেছে শাসক দলের একাংশ। গত জুন মাসের 25 তারিখে এই বেঞ্চ বদল নিয়ে একটি শুনানি হয়। কিন্তু সেখানে রায়দান করা হয়নি। তাই আজ সেই রায়দানের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেদিক থেকে আজকের রায়দানের ওপর নন্দীগ্রাম মামলার ভবিষ্যত নির্ভর করছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকরা বলছেন, এভাবে বিচারব্যবস্থা বা বিচারপতিকে পরিবর্তন করা নিয়ে তৃণমূলকে ইতিমধ্যেই কটাক্ষ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল বিচারব্যবস্থার দিকে কিভাবে আঙ্গুল তুলতে পারে, তা নিয়ে বিজেপির পক্ষ থেকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। যদিও বা তৃণমূলের পক্ষ থেকে পাল্টা যুক্তি দিয়ে বলা হয়েছে, তারা বিচারব্যবস্থাকে কোনোমতেই অপমানিত করছেন না। কিন্তু কৌশিক চন্দকে এর আগে বিজেপির একাধিক মামলা লড়তে দেখা গিয়েছে। তাই তার সঙ্গে বিজেপি যোগের একটা সম্ভাবনা থেকেই যায়।

আর সেই কারণে অত্যন্ত স্পর্শকাতর নন্দীগ্রাম মামলার ভবিষ্যত নির্ধারণ করতে সেই কৌশিকবাবুর বদলে অন্য কোন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হোক। এক্ষেত্রে বিচারব্যবস্থার প্রতি সম্মান জানিয়েই তৃণমূলের এই আবেদন বলে দাবি করেছেন শাসক দলের একাংশ। সেদিক থেকে আজ হাইকোর্টে নজর রয়েছে সব পক্ষের। শেষ পর্যন্ত বিচারপতির এজলাস বদল নিয়ে কি রায়দান হয় এবং তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের স্বস্তি আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!