এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নন্দীগ্রাম নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূল, বিজেপি দু পক্ষই

নন্দীগ্রাম নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূল, বিজেপি দু পক্ষই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দু’দফার বিধানসভা নির্বাচনী লড়াই কার্যত শেষ হয়েছে। গত বৃহস্পতিবার  ছিল দ্বিতীয় বিধানসভা নির্বাচনী লড়াই এবং এই লড়াইতে বাংলাসহ দেশের নজর ছিল হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামের ওপর। কারণ নন্দীগ্রাম থেকে এই লড়াইয়ে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিপরীতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। 

সারাদিন তৃণমূল নেত্রী ঘরে থাকলেও শেষ বেলায় নন্দীগ্রামের বয়াল ৭ নং বুথ নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। বয়ালের সাত নম্বর বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পৌঁছে যান পরিস্থিতি খতিয়ে দেখতে। কিন্তু এই নিয়ে গেরুয়া শিবির থেকে পাল্টা অভিযোগ করেছে মুখ্যমন্ত্রী ধরনা দিয়ে ভোট পক্রিয়ায় বাধা দিয়েছেন।

তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীর বয়াল সাত নম্বর বুথে ভোট লুট রুখতে গিয়েছিলেন। কিন্তু বিজেপির তরফে অভিযোগ তোলা হচ্ছে, গতকাল আইন ভেঙে দু’ঘণ্টার ধরনা দিয়েছেন মুখ্যমন্ত্রী রয়ালের বুথে। তাঁর উদ্দেশ্য ছিল ভোটের গতি কমিয়ে দেওয়া, যাতে হারের ব্যবধান কমানো যায়। নন্দীগ্রাম নিয়ে ইতিমধ্যেই দুই পক্ষের চাপানউতোর তুঙ্গে উঠেছে। 

একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনি 90 শতাংশ ভোটে নন্দীগ্রাম জিতে নিয়েছেন। অন্যদিকে গেরুয়া শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে নন্দীগ্রাম তাঁরা জিতে নিয়েছেন। নন্দীগ্রাম আসলে কে জিতেছেন তা 2 রা মের পরে বোঝা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট প্রভাবিত করার অভিযোগ নিয়ে এদিন বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে।

এ প্রসঙ্গে বিজেপি নেতা শিশির বাজোরিয়া জানিয়েছেন, প্রার্থী হিসেবে যে কোন বুথে যেতেই পারেন তৃণমূল নেত্রী। কিন্তু এক নাগাড়ে দু ঘন্টা ধরে একটি বুথে বসে থাকা বা ধরনা দেওয়া মোটেই নিয়ম নয়। সে ক্ষেত্রে তিনি 144 ধারা ভেঙেছেন বলে অভিযোগ বিজেপির। পাশাপাশি বহিরাগতদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রভাবিত করছেন বলে বিজেপির অভিযোগ। 

এই একই অভিযোগ তৃণমূলের পক্ষ থেকেও করা হয়েছে। বর্ষীয়ান বিজেপি নেতা শিশির বাজারিয়া আরও বলেছেন তৃণমূল নেত্রী ভোটের পর ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন। যদিও আত্মবিশ্বাসসহ শিশির বাজোরিয়া জানিয়েছেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীদিনে আর মুখ্যমন্ত্রী থাকবেননা। 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে শুক্রবার দুপুরে তৃণমূলের পক্ষ থেকে এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে একাধিক অভিযোগ জানিয়ে এসেছেন। তাঁদের দাবি, কেন্দ্রীয় বাহিনীকে ঢাল করে বিজেপি ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে। ইভিএম নিয়ে অভিযোগ জানিয়েছে শাসক দল। অন্যদিকে বিজেপির অভিযোগ তৃণমূল উদ্দেশ্যপ্রণোদিতভাবে রোজ নতুন নতুন অভিযোগ নিয়ে কমিশনে নালিশ করতে আসছে।

পরোক্ষভাবে তাঁরা নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। পাল্টা আজ নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধি দল অভিযোগ জানিয়ে এসেছে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। পাশাপাশি এদিন বিজেপি নেতা জানিয়েছেন ভোট ভালো হয়েছে। রাজ্য নির্বাচন এখনো শেষ হয়নি।

 দু দফার নির্বাচন শেষ হয়েছে, আরও ছয় দফা নির্বাচন হতে বাকি। তারপর ভোটের ফলাফল। নন্দীগ্রামে কি খেলা হয়েছে, তা বোঝা যাবে ভোটের ফলাফলে। কারণ দুই পক্ষ ক্রমাগত দাবি জানিয়ে আসছে তাঁরাই নন্দীগ্রামে জিতে গেছেন। বিশেষজ্ঞদের মতে, নন্দীগ্রাম নিয়ে দু’পক্ষই এতটা আত্মবিশ্বাসী হয়ে ওঠার কারণ, দলীয় কর্মীদের মনোবল বজায় রাখা। আপাতত সবার নজর টিকে রয়েছে ভোটের ফলাফলের দিকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!