এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নন্দীগ্রামে আহত মমতা, পদত্যাগ দাবি মুকুলের!

নন্দীগ্রামে আহত মমতা, পদত্যাগ দাবি মুকুলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বুধবার নন্দীগ্রামে জনসংযোগ করার সময় হঠাৎ করেই পায়ে গুরুতর চোট পান তৃনমূল নেত্রী তথা নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপর থেকেই বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলতে শুরু করেছে শাসক দলের একাংশ। রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রতিবাদের নামার হুঁশিয়ারি দিতে শোনা গেছে তৃণমূল নেতা নেত্রীদের।

স্বাভাবিক ভাবেই নির্বাচনের মরসুমে এই ঘটনা এখন রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের দাবি তুলে সাড়া ফেলে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার মনোনয়নপত্র জমা দিয়ে একটি ধর্মীয় অনুষ্ঠানে মানুষের সঙ্গে নমস্কার করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়‌। আর সেই সময় তার গাড়ির গেট হালকা করে লাগানো ছিল। তবে ভিড়ের চাপে সেই গাড়ির গেট জোরে লাগানোর কারণে পায়ে গুরুতর চোট পান তৃণমূল নেত্রী।

আর তারপরেই চক্রান্ত এবং ষড়যন্ত্রের অভিযোগ তুলতে দেখা যায় তাকে। তবে বিরোধীদের পক্ষ থেকে অবশ্য এই ঘটনাকে সহানুভূতি পাওয়ার জন্য নাটক করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। আর এই পরিস্থিতিতে মুখ খুলে সেই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তারই প্রাক্তন সৈনিক মুকুল রায়। এদিন তিনি বলেন, “এই সমস্ত কথা বলে লাভ আছে! কারা চক্রান্ত করছে, তা তো বলতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলার পুলিশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে তার ওপর যদি এই হামলা হয়, তাহলে তো দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী। নির্বাচনের পরেই পরিষ্কার হয়ে যাবে, কারা রাজ্যের ক্ষমতা দখল করবে। কিন্তু এবারের নির্বাচনের লড়াই যথেষ্ট নজরকাড়া হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ তুলছে একাংশ।

তবে পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সুরক্ষিত নয় এবার সেই ব্যাপারে পাল্টা প্রশ্ন তুলে রাজ্যের আইন শৃঙ্খলাকে কার্যত প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন মুকুল রায়। নিজের বক্তব্যের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে পাল্টা এই ঘটনায় তৃণমুলকেই ব্যাকফুটে ফেলে দেওয়ার চেষ্টা করলেন তিনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!