এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > নন্দীগ্রামে আহত মমতা, সাসপেন্ড দুই প্রশাসনিক কর্তা, কড়া পদক্ষেপ কমিশনের!

নন্দীগ্রামে আহত মমতা, সাসপেন্ড দুই প্রশাসনিক কর্তা, কড়া পদক্ষেপ কমিশনের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি নন্দীগ্রামের মমতা বন্দ্যোপাধ্যায় আহত হন। নিজের গাড়ির দরজা খুলে জনতার উদ্দেশ্যে নমস্কার করার সময় হঠাৎ করেই গাড়ির দরজা লেগে যায়। যার ফলে পায়ে আঘাত পান তৃণমূলনেত্রী। আর তারপর থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত শোরগোল তৈরি হয় রাজ্যজুড়ে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, চক্রান্ত করে কেউ বা কারা হামলা করেছেন মুখ্যমন্ত্রীর ওপর।

অন্যদিকে একাংশ দাবি করেন, এর পেছনে কোনো রকম হামলা বা চক্রান্ত নেই। স্বাভাবিক ভাবেই ভোটের মরসুমে এখন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোট লাগার ইস্যু কার্যত শীর্ষে রয়েছে। মাঝে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে এই ব্যাপারে প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্বকে। কিন্তু এবার কমিশনের পক্ষ থেকে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পর নেওয়া হল কড়া পদক্ষেপ। যেখানে দুই প্রশাসনিক শীর্ষ কর্তাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ কমিশনের পক্ষ থেকে এই ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়া হয়। যেখানে সাসপেন্ড করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়ককে। একইভাবে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককেও সরিয়ে দেয় নির্বাচন কমিশন। যেখানে জেলাশাসক বিভু গোয়েলকে সরিয়ে তার জায়গায় নতুন জেলাশাসক করা হয় স্মিতা পান্ডেকে। স্বাভাবিক ভাবেই কমিশনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়ার পরেই রীতিমত গুঞ্জন বাড়তে শুরু করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন কমিশনে কড়া পদক্ষেপ গ্রহণ করে প্রমাণ করে দিল যে, এর পেছনে চক্রান্তের কোনো ঘটনা নেই। এতদিন তৃণমূলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত লাগা নিয়ে চক্রান্তকে সামনে রাখা হয়েছিল। কিন্তু কমিশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে সাসপেন্ড করে বুঝিয়ে দেওয়া হল, এর পেছনে নিরাপত্তাব্যবস্থার যথেষ্ট গলদ ছিল। স্বাভাবিক ভাবেই কমিশনের এই পদক্ষেপে রাজ্য প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস যে কিছুটা হলেও চাপের মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!