এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রামে আজ হাজির তৃণমূল-বিজেপি হেভিওয়েট নেতানেত্রী, লড়াই জমে উঠেছে

নন্দীগ্রামে আজ হাজির তৃণমূল-বিজেপি হেভিওয়েট নেতানেত্রী, লড়াই জমে উঠেছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনৈতিক মহাকাশে এই মুহূর্তে নন্দীগ্রাম স্পটলাইটে। তৃণমূল ছেড়ে শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে চলে যাওয়ার পরে পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন তিনি নন্দীগ্রামে প্রার্থী হতে চলেছেন। যথারীতি এই ঘোষণার ফলে নন্দীগ্রাম এবারের নির্বাচনী লড়াইয়ের অন্যতম পীঠস্থান বলে গৃহীত হয়। এরপর অনুমান করা হয়েছিল, গেরুয়া শিবির থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে লড়াইতে নামবেন শুভেন্দু অধিকারী। অনুমান সত্য প্রমাণিত হয়েছে। যথারীতি নন্দীগ্রাম এই মুহূর্তে দুই হেভিওয়েট তারকার লড়াইয়ের ভূমি কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে।

ইতিমধ্যেই জানা গিয়েছে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ হলদিয়া এসডিও অফিসে গিয়ে নিজের মনোনয়ন জমা দেবেন। সেই অনুযায়ী আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ হলদিয়ার রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো হবার কথা। অন্যদিকে, একই দিনে নন্দীগ্রামে বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন করতে আসলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পর তিনিও বর্ণাঢ্য রোড শোএর আয়োজন করেছেন। জানা গিয়েছে, এদিন সকালে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে পৌঁছান। এবং পুজো-যজ্ঞ করে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। এরপর নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড় থেকে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড পর্যন্ত নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী রোড শো করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নন্দীগ্রামে কর্মীসভা করার পর এদিন তিনি বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা করতে যাবেন বলে জানা গিয়েছে। তবে বুধবার নন্দীগ্রাম থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা ফেরার কথা থাকলেও বুধবার তিনি ফিরছেন না বলেই খবর। বুধবার বিকেলে তিনি পশ্চিম মেদিনীপুর রানিচকে প্রচারে যেতে চলেছেন বলে শোনা যাচ্ছে। বৃহস্পতিবার খুব সম্ভবত তৃণমূলনেত্রী কলকাতায় আসবেন। কারণ বৃহস্পতিবার তৃণমূল শিবিরের নির্বাচনী ইস্তেহার প্রকাশ হতে চলেছে বলে খবর।

অন্যদিকে জানা গেছে, আগামী 12 ই মার্চ শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা দেবেন। সেদিন নন্দীগ্রামে হাজির হতে পারে হেভিওয়েট বিজেপি নেতা নেত্রীরা। পাশাপাশি শুভেন্দুর সঙ্গে টালিগঞ্জের মহাতারকা মিঠুন চক্রবর্তীকে দেখা যাওয়ার সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে নন্দীগ্রাম এই মুহূর্তে প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে তৃণমূল এবং বিজেপি উভয়ের কাছে। এখন দেখার, নন্দীগ্রামের মানুষ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিরাগত বলে দূরে সরিয়ে রাখে, নাকি ভূমিপুত্র বলে পরিচিত শুভেন্দু অধিকারীর সঙ্গে সমস্ত সম্পর্ক চ্ছেদ করে!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!