এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নন্দীগ্রামে ব্যাপক দুর্নীতি, কি বললেন এই হেভিওয়েট!

নন্দীগ্রামে ব্যাপক দুর্নীতি, কি বললেন এই হেভিওয়েট!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গোটা রাজ্যজুড়ে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে। আর এবার নন্দীগ্রামেও সেই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন একাংশ। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে মুখ খুললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে।

সূত্রের খবর, এদিন নন্দীগ্রামের ঘটনা নিয়ে বিজেপি নেতাকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপি মুখপাত্র বলেন, “যেখানেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত থাকবে, সেখানেই এই ধরনের ঘটনা ঘটবে। রাজ্যে এই মুহূর্তে সিংহভাগ পঞ্চায়েত তৃণমূল পরিচালনা করছে। মুখ্যমন্ত্রী নিজের পরিকল্পনা প্রসূত নাম দিয়ে কার্যত তার দলীয় কর্মীদের এই ব্যাপারে সার্টিফিকেট দিয়েছিলেন। তাই যা হওয়ার তাই হচ্ছে।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত নন্দীগ্রামে বিজেপির পক্ষ থেকে দুর্নীতির অভিযোগে যে বিক্ষোভ হয়েছে, তা যে অত্যন্ত যুক্তিসঙ্গত, তা স্পষ্ট করে দিলেন শমীক ভট্টাচার্য। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!