এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রামে দাঁড়িয়ে তৃণমূল নেত্রীকে কড়া জবাব বিজেপি নেতা শুভেন্দুর

নন্দীগ্রামে দাঁড়িয়ে তৃণমূল নেত্রীকে কড়া জবাব বিজেপি নেতা শুভেন্দুর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ডিসেম্বর থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল শিবিরের সংঘাত লেগেছিল। শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে চলে যান। এবং সেই সময় থেকেই বড়োসড়ো লড়াইয়ের পটভূমিকা রচিত হয়েছে নন্দীগ্রামে। যেখানে তৃণমূল এবং বিজেপির হয়ে মুখোমুখি লড়াইয়ে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির শুভেন্দু অধিকারী। তবে উল্লেখ্য, শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর থেকে একদিনের জন্যও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নাম  মুখে আনেননি, বরং তাঁকে মীরজাফর বলে ভূষিত করা হয়েছে। এদিনও বাঁকুড়া শহরের সভা থেকে শুভেন্দুকে নাম না করে মীরজাফর বললেন।

তৃণমূল নেত্রী পাশাপাশি বেশ কয়েকজন মীরজাফর বেরিয়ে যাওয়ার সাথে সাথে দলের শুদ্ধিকরণ হয়েছে বলে জানান। অন্যদিকে শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে পিছিয়ে থাকার নয়। তিনিও নন্দীগ্রামে দাঁড়িয়ে একের পর এক জবাব দিয়ে গেলেন তৃণমূল নেত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে। জানিয়ে দিলেন, তিনি কেন মীরজাফর নন। পাশাপাশি এদিন শুভেন্দু অধিকারীর সমর্থনে একটি গানের ভিডিও বার করেছেন তাঁর অনুগামীরা। যেখানে শুভেন্দু অধিকারীকে ‘ঘরের ছেলে, কাজের ছেলে’ বলে অভিহিত করা হয়েছে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে নিজেও জানালেন, তিনি মানুষের পাশে থেকেছেন এবং ভবিষ্যতেও থাকবেন, ভোট থাকুক আর না থাকুক। নন্দীগ্রামে তিনি মানুষের জন্য কাজ করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এদিন মুখ্যমন্ত্রীকে পাল্টা একহাত নিয়ে শুভেন্দু অধিকারী তাঁকে নন্দীগ্রামে বহিরাগত বলে দিলেন। একইসাথে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে বড় অভিযোগ তুললেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি বললেন, যেহেতু তিনি তৃণমূল থেকে কাউকে বিশেষ ভাবে তৈলাক্তমর্দন করেননি, তাই তাঁকে নিয়ে বড় সমস্যা হয়েছিল তৃণমূলের। পাশাপাশি তিনি বলেন, নন্দীগ্রামে গুলি চালিয়েছিল যারা, তারাই এখন তৃণমূল শিবিরের সদস্য হয়েছেন। কিন্তু নন্দীগ্রামের শহীদ পরিবারের কাছে তাঁর দায়বদ্ধ এখনো রয়েছে। পাশাপাশি শুভেন্দু অধিকারী এদিন নন্দীগ্রামের প্রত্যেককে প্রতিশ্রুতি দেন, যাতে সবাই এবার নিজের ভোট নিজে দিতে পারে সে ব্যবস্থা করা হবে।

প্রধানমন্ত্রীর মোদির হয়ে এদিন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মাঠে দাঁড়িয়ে বলেন, লকডাউনকালে প্রধানমন্ত্রী মোদী বিনা পয়সায় রেশন দিয়েছেন, গ্যাসের ব্যবস্থা করে দিয়েছেন। সেক্ষেত্রে তৃণমূল যে দাবি জানাচ্ছে বিজেপি ক্ষমতায় এলে সব বন্ধ হয়ে যাবে সেটি সম্পূর্ণ ভ্রান্ত বলে শুভেন্দু দাবি করেছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারীর যাবতীয় অভিযোগ এককথায় উড়িয়ে দিয়েছে তৃণমূল।

 স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, নির্বাচনী নির্ঘন্ট যত সামনে আসছে, ততই শুভেন্দু অধিকারী বনাম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই আরো তীব্র হচ্ছে। সেক্ষেত্রে নন্দীগ্রাম যে এবারের নির্বাচনে অন্যতম হেভিওয়েট কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে তা বলাইবাহুল্য। পাশাপাশি নন্দীগ্রাম এবার তৃণমূল এবং বিজেপির কাছে প্রেস্টিজের লড়াই বলে মনে করা হচ্ছে। এখন দেখার, নন্দীগ্রামের অধিকার কে দখল করতে পারেন!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!