নন্দীগ্রামে দেওয়ালে এখন শুধুই মমতা, পাল্টা জবাবে কি বলবেন শুভেন্দু আজ? তৃণমূল বিজেপি মেদিনীপুর রাজনীতি রাজ্য January 19, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভার নির্বাচনে জয়ের ধারা বজায় রাখতে গতকালই নন্দীগ্রামে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই হাইভোল্টেজ সভা থেকে এক জবরদস্ত চমক দিয়েছেন তিনি। নন্দীগ্রামের সভা থেকে তিনি ঘোষণা করে দিয়েছেন, একুশের বিধানসভার নির্বাচনে তিনি নন্দীগ্রাম থেকে লড়াইতে নামছেন। শুরু হয়ে গেছে রাজ্য রাজনীতিতে এই নিয়ে তীব্র জল্পনা। আজকে পাল্টা সভা করার কথা নন্দীগ্রামে শুভেন্দুর। তবে রাজনৈতিক মহলের একাংশের মত গেরুয়া শিবিরও তৃণমূল নেত্রীর আচমকা ঝটকায় কিছুটা হলেও চমকে যায়। পরিস্থিতি সামাল দিতে সন্ধ্যাবেলা দক্ষিণ কলকাতা থেকে পাল্টা চ্যালেঞ্জ জানানো হয় তৃণমূল নেত্রীকে বিজেপির পক্ষ থেকে। এবং এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন স্বয়ং শুভেন্দু অধিকারী। ওদিকে অন্যদিকে তেখালির ময়দান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন, তার 24 ঘণ্টা কাটতে না কাটতেই শুরু হয়ে গেল নন্দীগ্রামে দেওয়াল লিখন। মঙ্গলবার সকাল থেকেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীর নাম হিসাবে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, তৃণমূল নেত্রী কার্যত শুভেন্দু অধিকারীকে চাপে ফেলতে নন্দীগ্রামে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - অন্যদিকে রাজনীতির কারবারীদের অনেকেই মনে করছেন, শুভেন্দু অধিকারীকে হয়তো কিছুটা বেশি গুরুত্ব দিচ্ছেন তৃণমূল নেত্রী। একই কথা গেরুয়া শিবিরের অন্দরেও। আর তাই নন্দীগ্রামকেই তৃণমূল নেত্রী বেছে নিলেন লড়াইয়ের ময়দান হিসেবে। নন্দীগ্রামে গতবার তৃণমূল প্রার্থী হিসেবে লড়েছিলেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই নন্দীগ্রামে শুভেন্দুর ভোটব্যাঙ্ক বিশাল। কিন্তু এবছর শুভেন্দু বিজেপিতে যাওয়ায় নন্দীগ্রামের ভোটব্যাঙ্ক যাতে বেহাত না হয় তাই এই সিদ্ধান্ত। বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের 294 টি কেন্দ্রের মুখ হিসেবে নিজেকে প্রস্তুত করেন। অন্যদিকে রাজ্যে তিন দিনের সফরে আসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। জানা যাচ্ছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের ঘোষণা হতে পারে। কিন্তু নির্বাচন কমিশনের ঘোষণার আগেই শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার ওপর নির্ভর করে নন্দীগ্রামের দেওয়াল রাঙানো শুরু হয়ে গেছে। আজকে নন্দীগ্রামের আসরে থাকবেন গেরুয়া নেতা শুভেন্দু অধিকারী। স্পষ্টত নজর থাকবে শুভেন্দুর বার্তায়। সেই বাম আমল থেকেই নন্দীগ্রাম রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবারের রাজনৈতিক উত্তেজনা নন্দীগ্রামে পুরোপুরি অন্যরকম। মুখোমুখি লড়াইতে এখন মমতা বনাম শুভেন্দু। আপনার মতামত জানান -