নন্দীগ্রামে ঘুরলো খেলা, বিজেপির মহিলা কর্মীকে খুনের পরেই গ্রেপ্তার তৃণমূল নেতা! তৃণমূল বিজেপি মেদিনীপুর রাজনীতি রাজ্য May 23, 2024May 23, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নির্বাচনের আগে আজ সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম। কারণ সেখানেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, বিজেপির এক মহিলা কর্মীকে খুন করার। আর তারপরেই রীতিমত রাস্তায় নেমে বিক্ষোভ করতে শুরু করে ভারতীয় জনতা পার্টি। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি জানায় তারা। অবশেষে এই ঘটনায় গ্রেপ্তার হলেন এক তৃণমূল নেতা। সূত্রের খবর, আজ নন্দীগ্রামে বিজেপির মহিলা কর্মী খুন হওয়ার পরেই রীতিমত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। এমনকি অভিযুক্তরা থানায় আশ্রয় নিয়েছে বলেও দাবি করেন তারা। তবে অবশেষে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা খুন বা আক্রান্ত হয়ে যাওয়ার পরেও যেখানে পুলিশের টনক নড়ে না, সেখানে নন্দীগ্রামে খেলা ঘুরে গেল বলেই মনে করছেন একাংশ। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, বিজেপির মহিলা কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সোনাচূড়ার এক তৃণমূল নেতাকে। স্বাভাবিকভাবেই নন্দীগ্রামে এবারেও শাসকের বিরুদ্ধে লড়াইতে কার্যত পথ দেখাচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -