এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রামে ঘুরল খেলা, শুভেন্দুকে পেছনে ফেলে এগিয়ে গেলেন মমতা, উজ্জীবিত তৃণমূল কর্মীরা!

নন্দীগ্রামে ঘুরল খেলা, শুভেন্দুকে পেছনে ফেলে এগিয়ে গেলেন মমতা, উজ্জীবিত তৃণমূল কর্মীরা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –গোটা রাজ্যের ভবিষ্যৎ একমাত্র নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ওপর নির্ভর করছে বলে দাবি করেছিলেন সকলে। সকাল থেকে অন্যান্য কেন্দ্রের মত সকলের বেশি নজর ছিল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের দিকে। এমনকি প্রথম থেকেই এই কেন্দ্রে এগিয়ে যেতে শুরু করেছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তবে যত বেলা গড়াতে শুরু করেছে, ততই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী হিসেবে তার ব্যবধান কমিয়ে আনতে শুরু করেছিলেন।

অবশেষে খেলা দেখাতে শুরু করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে পেছনে ফেলে প্রায় 1417 ভোটে এগিয়ে গেলেন তৃণমূল নেত্রী। যার ফলে রীতিমত আনন্দ-উচ্ছ্বাস শুরু হয়েছে তৃণমূলের অন্দরমহলে। ইতিমধ্যেই 200 আসন পার করে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। যার ফলে অনেকটাই হতাশা তৈরি হয়েছে বিজেপির অন্দরমহলে।

তবে তৃণমূলের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পিছিয়ে যেতে শুরু করায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছিলেন তৃণমূলের একাংশ। তবে অনেকে দাবি করতে শুরু করেছিলেন, বেলা যত বাড়বে, ততই মমতা বন্দ্যোপাধ্যায় তার খেলা দেখাতে শুরু করবেন। অবশেষে সেই খেলায় এবার শুভেন্দু অধিকারীকে পিছনে ফেলে দিলেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যেই এই গোটা ঘটনাকে কেন্দ্র করে সবুজ আবির খেলতে শুরু করে দিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, প্রায় মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে, তৃতীয়বারের জন্য রাজ্য সরকার গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তবে নন্দীগ্রামের ভবিষ্যতের উপর নির্ভর করছে সবকিছু। কেননা নন্দীগ্রামের লড়াই যেদিকে যাবে, সেদিকেই রাজ্যের গতিবিধি এবং ভবিষ্যত নির্ভর করছে বলে দাবি সকলের। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর থেকে ক্রমাগত পিছিয়ে পড়া নিঃসন্দেহে আতঙ্কের আবহ তৈরি করেছিল শাসকদলের অন্দরমহলে।

ক্রমশ চিন্তা বাড়তে শুরু করেছিল তৃণমূল কংগ্রেসের। কিন্তু এবার সেই চিন্তার মেঘ কাটিয়ে প্রায় 1417 ভোটে শুভেন্দু অধিকারীকে পেছনে ফেলে এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন শেষ পর্যন্ত নন্দীগ্রামে কে জয়লাভ করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!