এখন পড়ছেন
হোম > জাতীয় > “নন্দীগ্রামে হারবেন মমতা। নির্বাচনে সাফ হবে তৃণমূল” – জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

“নন্দীগ্রামে হারবেন মমতা। নির্বাচনে সাফ হবে তৃণমূল” – জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সম্প্রতি হুগলির ধনেখালিতে জনসভায় যোগদান করছেন তিনি। এরপর যোগদান করবেন পুরশুড়ায় রোডশোতে। আবার আজ হাওড়ার শিবপুরে বিজেপির এক সাংগঠনিক সভায় যোগদান করবেন তিনি। সম্প্রতি ধনেখালির সভা থেকে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জে পি নাড্ডা প্রশ্ন করেছেন যে, ভবানীপুর ছেড়ে কেন নন্দীগ্রামে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তাঁর কথায়, মুখ্যমন্ত্রী যদি মন্ত্রীর বিরুদ্ধেই লড়াই করতে যান, তাহলে বড় নেতা কে? প্রশ্ন করেছেন তিনি। এরপরই তিনি জানালেন, নন্দীগ্রামে হারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আগামী বিধানসভা নির্বাচনে একেবারে সাফ হয়ে যাবে তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির সর্বভারতীয় প্রধান জানালেন যে, ভোট দিয়ে গঠন করতে হবে দুর্নীতিমুক্ত বাংলাকে। এই ভোট হলো সোনার বাংলা গড়ার নির্বাচন। প্রথম দফায় ৮৯ শতাংশ ভোট পড়েছে। তাতে স্পষ্ট যে, পরিবর্তনের সংকল্প নিয়ে ফেলেছে বাংলা। জে পি নাড্ডা কটাক্ষ করেছেন, ভোট শান্তিপূর্ণ হয়েছে বলেই, ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাতে গেছে রাজ্যের শাসক দল তৃণমূল। খেলা শেষ হয়েছে। খেলা শেষ হয়ে কমলে ছাপ পড়েছে, এবার তৃণমূল সাফ হয়ে যাবে।

জে পি নাড্ডা অভিযোগ করেছেন, রাজ্যের একের পর এক পাট শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ডানলপ খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ১০ বছরেও তা খোলে নি। তিনি অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারণা করেছেন মানুষের সঙ্গে। কিন্তু মা, মাটি, মানুষের কথা বলেই ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, শুভেন্দু অধিকারী ভবানীপুরে লড়তে গেছেন, না মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গেছেন? নিজের মন্ত্রিসভার একজন প্রাক্তন সদস্যের সঙ্গেই ভোটে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!