এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নন্দীগ্রামে হেনস্থার কবলে পড়া বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করলেন শুভেন্দু অধিকারী

নন্দীগ্রামে হেনস্থার কবলে পড়া বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করলেন শুভেন্দু অধিকারী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর অরাজনৈতিক কর্মসূচি ছিল। যে কর্মসূচিতে যোগদান করতে নন্দীগ্রামে এসেছিলেন বিজেপির একাধিক কর্মী, সমর্থক। অভিযোগ উঠেছে, গতকাল সোনাচূড়া ও গোপালনগর থেকে নন্দীগ্রামে আসার সময় ভূতার মোড়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় বিজেপি অভিযুক্ত করেছে তৃণমূলকে। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা তীব্র হামলা চালিয়েছে তাদের ওপরে। বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয়েছিল। বেশ কয়েকজন ব্যক্তির মাথা ফেটে যায়। একটি বালিকাও এই ঘটনায় আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। আজ আহত ব্যক্তিদের সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করলেন শুভেন্দু অধিকারী।

আজ বুধবার হাসপাতালে ভর্তি আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। হাসপাতালে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করে, তাদের পাশে থাকবেন বলে জানালেন তিনি। এ ব্যাপারে তিনি পুলিশের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। পুলিশ এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে? সে ব্যাপারে পুলিশের সঙ্গে আলোচনা করবেন তিনি। তিনি জানালেন যে, বজরংবলীর পুজো উপলক্ষে প্রতিবছর এই অনুষ্ঠান হয়ে থাকে। এমন একটি ধর্মীয় অনুষ্ঠানেও বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করেছে তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, ইতিপূর্বে জমি রক্ষার আন্দোলন করেছিলেন তিনি। এবার তিনি মানুষের জন্য আন্দোলন করবেন। এই ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানালেন তিনি। গতকালের ঘটনায় আহত বিজেপি কর্মীদের দেখতে আজ নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ও তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে গতকাল শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, তৃণমূলের এই হামলায় অন্তত ১০ জন বিজেপি কর্মী আহত হয়েছেন।

গতকাল নন্দীগ্রামের সভা মঞ্চ থেকে তিনি জানিয়েছিলেন যে, এই ঘটনার তিনি জোরালো প্রতিবাদ জানাচ্ছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, এই ঘটনার ফল ভুগতে হবে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি গতকাল জানিয়েছিলেন তিনি। তিনি জানিয়েছিলেন, এই আক্রমণ কখনই তাঁরা মেনে নেবেন না। তিনি হুসিআরি দেন, আক্রমণকারীদের যদি গ্রেফতার না করা হয়, তাহলে মানুষকে নিয়ে কিভাবে আন্দোলন করতে হয়? তা তিনি জানেন। তিনি হুশিয়ারি দিয়েছিলেন যে, তাঁদের যদি দুর্বল ভাবা হয়, তবে তা ভুল করা হবে। গতকাল শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির কর্মী-সমর্থকেরা নন্দীগ্রাম থানা ঘেরাও করেন এই ঘটনার প্রতিবাদে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!