এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার বাম প্রার্থীর মিছিলে হামলা, নিশানায় তৃণমূল

নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার বাম প্রার্থীর মিছিলে হামলা, নিশানায় তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী পয়লা এপ্রিল রাজ্যজুড়ে দ্বিতীয় দফার নির্বাচন। আর এই দ্বিতীয় দফাতেই নির্বাচন হতে চলেছে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে। নন্দীগ্রাম থেকে এবার প্রথম মুখোমুখি লড়াইয়ে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা যিনি এককালে তৃণমূলের সেনাপতি ছিলেন সেই শুভেন্দু অধিকারী। আর তাঁদের সঙ্গে পাল্টা লড়াইতে নেমেছেন সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। আজকে ছিল নন্দীগ্রামের শেষ প্রচার। মঙ্গলবার সকাল থেকেই প্রতিটি রাজনৈতিক দল ব্যাপকভাবে প্রচার চালাতে শুরু করে।

আজকে একদিকে যেমন শুভেন্দু অধিকারীর জন্য নন্দীগ্রামে হাজির হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মিঠুন চক্রবর্তী, সেরকমই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনসভা ও রোড শো করেছেন। সেরকমই মঙ্গলবার দুপুরে ভুতার মোড়ে সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখার্জির উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা শুরু হয় এলাকায়। জানা গিয়েছে, এদিন বেলা তিনটে নাগাদ মিছিল করে সোনাচূড়ার দিকে এগোচ্ছিলেন মীনাক্ষী। সেখানে সংযুক্ত মোর্চার সভা ছিল। মীনাক্ষীর সাথে ছিলেন বাম চেয়ারম্যান বিমান বসু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর মীনাক্ষীর কনভয় যখন যাচ্ছিল, তখন আচমকা কিছু লোক সেখানে চলে আসে, কনভয়ের গাড়ি ভাঙচুর করার চেষ্টা করা হয়। ধাক্কাধাক্কিতে সিপিএমের 5 কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। মীনাক্ষী মুখার্জি এই ঘটনার দায় চাপিয়েছেন তৃণমূলের ঘাড়ে। তিনি জানান, বামপন্থীদের কণ্ঠরোধ করার জন্য তৃণমূলের এই অপচেষ্টা। এর আগেও তাঁকে নন্দীগ্রামে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। পুলিশ প্রশাসন সেখানে নির্বিকার। অন্যদিকে মীনাক্ষীর আনা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল।

নন্দীগ্রামের ব্লক সহ-সভাপতি পরেশ দাস জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়। তবে এই ঘটনার সঙ্গে তিনি বিজেপির যোগ থাকতে বলে সন্দেহ প্রকাশ করেছেন। পুলিশের তরফ থেকে অবশ্য এই ঘটনার তদন্ত চালানো হচ্ছে। অন্যদিকে এই ঘটনায় নন্দীগ্রাম এলাকায় উত্তেজনা চরমে। পরিস্থিতি আয়ত্তে আনতে চলছে পুলিশি টহল। আপাতত  মীনাক্ষী মুখার্জির উপর কারা হামলা চালিয়েছে, তা নিয়ে চলছে তদন্ত। তবে এই ঘটনা সামনের নির্বাচনে কোন প্রভাব ফেলে কিনা সেটাই এখন দেখার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!