এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর রোডশোয়ে যোগদানের পথে বিজেপি কর্মীদের উপরে হামলা, অভিযুক্ত তৃণমূল

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর রোডশোয়ে যোগদানের পথে বিজেপি কর্মীদের উপরে হামলা, অভিযুক্ত তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপিতে যোগদানের পর আজ নন্দীগ্রামে প্রথম রোডশো ও সভায় অংশগ্রহণ করেছিলেন শুভেন্দু অধিকারী। তবে, তাঁর আজকের এই কর্মসূচি ছিল অরাজনৈতিক। তাঁর এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসেছিলেন বিজেপির বহু কর্মী, সমর্থক। অভিযোগ উঠেছে, নন্দীগ্রামে প্রবেশের পথে বিজেপির কর্মী, সমর্থকদের ওপর তীব্র হামলা চলে। যার ফলে বিজেপির বেশ কিছু কর্মী আহত হয়েছেন। কিছু বিজেপি কর্মী নিখোঁজ পর্যন্ত হয়েছেন। এই ঘটনায় বিজেপি অভিযুক্ত করেছে তৃণমূলকে। তবে, তৃণমূল বিজেপির এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে।

প্রসঙ্গত, আজ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে আসার সময় বিজেপি কর্মীদের ওপর আক্রমণ চালানো হয়। যে ঘটনায় শিশুসহ বেশ কিছু সাধারণ মানুষ আহত হয়েছেন। অভিযোগ উঠেছে সোনাচূড়া ও গোপালনগর থেকে আসার পথে, ভূতার মোড়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হয়। বিজেপি এই ঘটনায় অভিযুক্ত করেছে তৃণমূলকে। এরফলে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর অরাজনৈতিক কর্মসূচিতে যোগদান করতে বহু বিজেপির কর্মী, সমর্থক এসেছিলেন। বিজেপির অভিযোগ, তাদের ওপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। বাস ভাঙচুর করা হয়। বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইট, পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বেশ কয়েকজন ব্যক্তির মাথা ফেটে গিয়েছে। একটি বালিকাও এই ঘটনায় আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, এর ফল ভুগতে হবে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, এই আক্রমণ কখনোই তাঁরা মেনে নেবেন না। আক্রমণকারীদের যদি গ্রেফতার করা না হয়, তাহলে মানুষকে নিয়ে কিভাবে আন্দোলন করতে হয়? তা জানেন তিনি। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, তাঁদেরকে দুর্বল যদি ভাবা হয়, তবে ভুল হবে। এরপর এই ঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম থানা ঘেরাও করলেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির কর্মী ও সমর্থকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!