এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রামে তৃণমূল অফিসে প্রবল ভাংচুর, শালিমারে যুব তৃণমূল নেতার খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করলো পুলিশ

নন্দীগ্রামে তৃণমূল অফিসে প্রবল ভাংচুর, শালিমারে যুব তৃণমূল নেতার খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করলো পুলিশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল নন্দীগ্রামে রোডশো ও সভায় অংশগ্রহণ করেছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসেছিলেন বিজেপির বহু কর্মী, সমর্থক। অভিযোগ উঠে, গতকাল সোনাচূড়া ও গোপালনগর থেকে নন্দীগ্রাম আসার পথে, ভূতার মোড়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হয়। বিজেপি এই ঘটনায় অভিযুক্ত করেছে তৃণমূলকে। এরফলে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানান শুভেন্দু অধিকারী। এরপর গতকাল রাতে নন্দীগ্রামে তৃণমূলের একটি কার্যালয়ে হামলা চললো। যে ঘটনায় তৃণমূল অভিযুক্ত করেছে বিজেপিকে।

গতকাল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সভা হয়ে যাবার পর রাতের দিকে তৃণমূলের এক পাটি অফিসে হামলা চালানো হয় বলে, বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল। তৃণমূল অভিযোগ করেছে যে, গতকাল রাতে নন্দীগ্রামের মহম্মদপুরে তৃণমূলের একটি পার্টি অফিসে চড়াও হয়েছিল বেশ কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী। দুষ্কৃতীরা গতকাল দরজা ভেঙে তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে সেখানকার চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। আরো বহু জিনিস নষ্ট করেছে। বিজেপির বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছে তৃণমূল। তবে, তৃণমূলের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।

অন্যদিকে গতকাল মঙ্গলবার বিকেলে হাওড়া জেলার শালিমার স্টেশনের সামনে দিয়ে বাইকে করে যাওয়ার সময় গুলি ছোড়া হয় যুব তৃণমূল নেতা ধর্মেন্দ্র সিংহকে লক্ষ করে। শালিমারের কয়লা ডিপো এলাকার বাসিন্দা হলেন জেলার যুব তৃণমূল নেতা ধর্মেন্দ্র সিংহ। গুলি লেগে প্রচন্ড আহত হন তিনি। ধরাধরি করে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। তাঁর এক সঙ্গীও গুলি লেগে আহত হয়েছেন গতকাল বিকেলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হাওড়ার যুব তৃণমূল নেতা ধর্মেন্দ্র সিংহকে কে বা কারা? কি কারণে এভাবে হত্যা করলো? তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। প্রসঙ্গত প্রমোটিং এর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন যুব তৃণমূল নেতা ধর্মেন্দ্র সিংহ। একটি খুনের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল কয়েকবছর আগে। এই হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আজ সকাল থেকে বি গার্ডেন গেট এলাকার সব দোকানপাট বন্ধ দেখা যাচ্ছে, বেশ কিছু রুটের বাস পরিষেবাও বন্ধ আছে। সম্পূর্ণ এলাকা টহল দিচ্ছে অনেক পুলিশ।

হাওড়ার যুব তৃণমূল নেতাকে খুনের ঘটনায় এখনো পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিহারে পালাবার সময় পূর্ব বর্ধমান থেকে দুজন ধরা পড়ে। পূর্ব বর্ধমানের মেমারি থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। অপর একজন সন্দেহভাজনকে পুলিশ হাওড়া থেকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় আরও তিনজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পুরনো বিবাদের কারণে এই যুব তৃণমূল নেতা খুন হয়েছেন কিনা? সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!