এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রামের ভোটগণনা নিয়ে বিস্ফোরক মমতা, জেনে নিন

নন্দীগ্রামের ভোটগণনা নিয়ে বিস্ফোরক মমতা, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে বয়ে গিয়েছে সবুজ ঝড়। 292 টি আসনের মধ্যে 214 টি আসন দখল করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে তৃতীয় অঙ্কের গণ্ডি পেরোনো সম্ভব হয়নি 200 আসনে স্বপ্ন দেখা ভারতীয় জনতা পার্টির কাছে। আর এই পরিস্থিতিতে রাজ্য তৃণমূল কংগ্রেস কত আসন পায় তার দিকে যেমন সকলের নজর ছিল ঠিক তেমনই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র কার দখলে থাকে তার জন্য কৌতুহলী হয়ে উঠেছিল রাজনৈতিক মহল। রবিবার নন্দীগ্রাম নিয়ে নাটকীয় টানাপোড়েন চলে।

যেখানে প্রথমদিকে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় 1200 ভোটে জয়লাভ করেছেন বলে একটি খবর সামনে আসে। কিন্তু এর কিছু পরেই মমতা বন্দ্যোপাধ্যায় নয়, জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলে জানিয়ে দেওয়া হয়। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পরই রীতিমত চাঞ্চল্য তৈরি হয়।

তৃণমূলের পক্ষ থেকে পুনর্গণনার দাবি করা হয়। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবশ্য সেই পুনর্গণনার দাবি খারিজ করে দেওয়া হয়। আর এই পরিস্থিতিতে সোমবার নন্দীগ্রাম নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে একটি এসএমএস দেখিয়ে রিটার্নিং অফিসারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল তাকে।

সূত্রের খবর, এদিন নিজের ফোনে একটি এসএমএস দেখিয়েন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নন্দীগ্রামের রিটার্নিং অফিসার এটি পাঠিয়েছেন।” তবে কাকে পাঠানো হয়েছে, তা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, ওই এসএমএসে বলা হয়েছে, “প্লিজ সেভ। আমার কাছে আত্মহত্যা ছাড়া বিকল্প নেই। প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমাকে ক্ষমা করে দিন। আমার ছোট মেয়ে রয়েছে।” আর এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বুঝতে পেরেছেন, কি হয়েছে? সব জায়গায় একটা ফল। আর একটা জায়গায় হঠাৎ 8 হাজার ভোট হয়ে গেল জিরো। 4 ঘন্টা সার্ভার ডাউন করে দিয়েছিল। 40 মিনিট লোডশেডিং করে রেখেছিল। মেশিন পাল্টে দিয়েছে। অনেক কিছু করেছে। ভয়ের কি আছে? অফিশিয়ালি কেউ পুনর্গণনা চাইতেই পারে। নির্বাচন কমিশন দিল না কেন? সাংঘাতিক কথা দেখেছেন। মাথায় বন্দুক ঠেকিয়ে কাজ করানো হচ্ছে রিটার্নিং অফিসারকে। সব সাংবাদিকরা অ্যাানাউন্স করে দিল। এরকম কোথাও দেখিনি। এত বড় মাফিয়াগিরি? তার বিচার হোক। আমরা কোর্টে যাব। আমাদের ছেলে মেয়েরা আন্দোলন করছে। লিখিত দিতে হবে, যাতে বিকৃত করা না হয়। বিকৃত করা হলে ফরেনসিক পরীক্ষা করা হবে। ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রিটার্নিং অফিসারকে নিয়ে মেসেজ দেখিয়ে এই ধরনের বিস্ফোরক মন্তব্য নন্দীগ্রাম নিয়ে যে রাজ্য রাজনীতিতে আরও বড় প্রশ্ন তুলে দিল, তা বলার অপেক্ষা রাখে না। বলা বাহুল্য, এই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিক ভাবেই সেয়ানে সেয়ানে লড়াইয়ে শেষ পর্যন্ত কে জয়লাভ করে, তার দিকে নজর ছিল সকলের।

কিন্তু দীর্ঘ টানাপোড়েনের পর মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছেন বলে খবর পাওয়া যায়। তারপর আবার কিছুক্ষণের মধ্যেই তা পাল্টে যায়। যেখানে শুভেন্দু অধিকারী জয়লাভ করেছেন বলে জানিয়ে দেওয়া হয়। আর এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কাছে বারবার পুনর্গণনার দাবি চাইতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তা খারিজ করে দেওয়ার পরেই সোমবার সেই নন্দীগ্রাম নিয়ে বিস্ফোরক অভিযোগ করতে দেখা গেল তৃণমূল নেত্রীকে।

একাংশ বলছেন, তৃণমূলের পক্ষ থেকে বিপুল আসন নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতা দখল করার থেকেও অনেক বেশি কৌতূহল ছিল এই নন্দীগ্রাম নিয়ে। বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীকে এই নন্দীগ্রাম আসনে জয়লাভ করে জবাব দিতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ফলাফল নিয়ে এখন বিস্তার জলঘোলা পরিস্থিতি তৈরি হয়েছে। নন্দীগ্রামে পরাজিত হওয়ার খবর সামনে আসতেই কারচুপির অভিযোগ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আর এবার সেই নন্দীগ্রাম নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!