এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রামে ভোটপ্রচারে বেড়িয়ে সৌজন্যের নজির তৃণমূল সুপ্রীমোর, আলোচনা তুঙ্গে

নন্দীগ্রামে ভোটপ্রচারে বেড়িয়ে সৌজন্যের নজির তৃণমূল সুপ্রীমোর, আলোচনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাতে আর মাত্র একদিন। তারপরেই শুরু রাজ্যের সবথেকে হাই ভোল্টেজ কেন্দ্রের ভোট। দ্বিতীয় দফার ভোট হতে চলেছে নন্দীগ্রামে আগামী 1 লা এপ্রিল। যেখানে মুখোমুখি এই প্রথমবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল ছাড়ার পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যে লড়াই দেখার জন্য সারাবাংলা শুধু নয়, সারাদেশ উন্মুখ হয়ে রয়েছে। যথারীতি সবার নজর এখন নন্দীগ্রামে। তবে অনেক সময় দেখা যায়, রাজনীতিবিদরা অনেক বিবাদ-কটাক্ষের মধ্যে দিয়েও কিছু সৌজন্যের নজির রেখে যান। সেরকমই নজির গড়ে তুলে সেই সৌজন্যের পরিচয় দিলেন এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর পাঁচটা রাজনৈতিক ব্যক্তিত্বের থেকে তিনি যে অনেকটাই আলাদা, সে কথা প্রমাণ করে দিলেন সোমবার। এবং যে সৌজন্যের খাতিরে নন্দীগ্রামবাসীর মন জয় করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কথা আর বলতে বাকি রাখেনা। রাজনীতির ময়দানে ক্রমাগত শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় একে অপরকে করে চলেছেন তীব্র আক্রমণ এবং এর পেছনে যে পুরোপুরি  ভোট রাজনীতি কাজ করছে সেকথা অনস্বীকার্য। রাজনীতির ময়দানে একে অপরের বিরুদ্ধে ক্রমাগত টক্কর দিয়ে চলেছেন। বোঝা যাচ্ছে, না মমতা ব্যানার্জি না শুভেন্দু অধিকারী- নন্দীগ্রামের জমি ছাড়তে এক ইঞ্চিও কেউ রাজি নন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এদিন দেখা গেল অন্য ছবি। বিরুলিয়া বাজারে ভোট প্রচার করছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জ্জী। সেইখানে শুভেন্দু অধিকারীর কনভয় মুখোমুখি চলে আসার সম্ভাবনা তৈরি হতেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সংঘাত এড়াতে আগে থেকেই সরে দাঁড়ান। জায়গা করে দেন শুভেন্দুর কনভয়কে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, ভোটের মুখে এই সৌজন্য তৃণমূল নেত্রীকে বেশ কিছুটা এগিয়ে দেবে রাজনীতির ময়দানে। 

সূত্রের খবর, ইচ্ছা করলে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে আটকে দিয়ে নিজে এগিয়ে যেতে পারতেন। কিন্তু তিনি সেরকম কিছু করেননি। স্বাভাবিকভাবেই এই ঘটনার পেছনে রাজনীতি খোঁজার চেষ্টা করেছেন অনেকেই। আপাতত নন্দীগ্রামে ভোটের উপর নির্ভর করছে দুই যুযুধান রাজনৈতিক নেতার এবং নেত্রীর ভবিষ্যৎ। আর সে জায়গায় নন্দীগ্রাম এই মুহূর্তে বাংলার রাজনৈতিক যুদ্ধের এপিসেন্টার বলেই মনে করা হচ্ছে। সেই এপিসেন্টার দখলের লড়াইয়ে নেমে তৃণমূল নেত্রী যেভাবে সৌজন্যের নজির গড়ে তুললেন, তাতে এই মুহূর্তে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!