এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নন্দীগ্রামের ঘটনায় পর্দাফাঁশ বিজেপির, বড়সড় অভিযোগ দিলীপ ঘোষের

নন্দীগ্রামের ঘটনায় পর্দাফাঁশ বিজেপির, বড়সড় অভিযোগ দিলীপ ঘোষের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নন্দীগ্রামের ঘটনার পর থেকেই শুরু হয়েছে রাজ্যের শাসক বিরোধী তুমুল বিতর্ক। একদিকে যেখানে রাজ্যের শাসক দল মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়ার ঘটনাকে ষড়যন্ত্রের নাম দিয়েছে, সে রকমই অন্যদিকে বিরোধীরা তৃণমূল নেত্রীর সাথে হয়ে যাওয়া দুর্ঘটনাকে নাটকের নাম দিয়েছে। অবশ্য তৃণমূলনেত্রী নিজেও আঘাত পাওয়ার পর ষড়যন্ত্রের উল্লেখ করেছিলেন এবং রাজ্যের সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা অভিযোগের আঙ্গুল তুলেছে গেরুয়া শিবিরের দিকে। কিন্তু অভিযোগ হজম করে আর বসে রইল না গেরুয়া শিবির। তাঁরা পাল্টা এবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাল রাজনৈতিক কারণে মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সূত্রের খবর, বিজেপি নেতারা নির্বাচন কমিশনে গিয়ে আধিকারিকদের সঙ্গে দেখা করে এই অভিযোগ জানাতে পারেন। তবে আপাতত চিঠি দিয়ে কাজ সারা হয়েছে বিজেপির তরফ থেকে। নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে বড়সড় চোট পেয়েছেন গতকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি কারণে এই দুর্ঘটনা তা নিয়ে অবশ্য তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছান পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গোয়েল এবং পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। তাঁরা এলাকা পরিদর্শন করে ফিরে যাওয়ার পরেই বিজেপি কর্মী সমর্থকরা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে।

বিজেপির দাবি, মিথ্যাচার করে নন্দীগ্রামকে কলঙ্কিত করা হচ্ছে। অন্যদিকে বিরোধী শিবিরের মধ্যে বাম কংগ্রেসের পক্ষ থেকে প্রথম থেকেই বলা হয়ে আসছে, মুখ্যমন্ত্রী নাটক করছেন। প্রাথমিকভাবে অবশ্য গেরুয়া শিবিরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সুস্থতা কামনা করা হলেও পরবর্তীতে বাম কংগ্রেসের সাথে একই সুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনাকে নাটকের নামান্তর বললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ চাঞ্চল্যকরভাবে দাবি করেছেন, মুখ্যমন্ত্রী যা করছেন তার পুরোটাই নাটক। কারণ এটি তাঁর পুরনো অভ্যাস। এই ধরনের ঘটনা তৈরি করে নির্বাচনের সময় আলোড়ন তৈরি হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি আগামী দিনে আরও বড় কিছু হতে পারে বলে আগেভাগে রাজ্যবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন, জেড প্লাস ক্যাটাগরি থাকা সত্বেও কিভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা যায়? আর সে কারণেই তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তবে দিলীপ ঘোষ তীব্র কটাক্ষ করে বলেছেন, পায়ে ব্যান্ডেজ বেঁধে যে কেউ শুয়ে পড়তে পারে, কিন্তু তাই দিয়ে ভোট পাওয়া যাবেনা। খুব স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।

রাজনৈতিক মহলে অনেকেই বলতে শুরু করেছেন, সৌজন্যমূলক রাজনীতিতে কোন আহত মানুষকে নিয়ে এধরনের কথা বলা রুচিসম্মত নয়। তবে আসল ঘটনা কি ঘটেছে, তা নিয়ে উৎসুক রাজনৈতিক মহল থেকে রাজ্যবাসী প্রত্যেকেই। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। জানা গিয়েছে, দিল্লিতে ইতিমধ্যে প্রাথমিক রিপোর্ট জমা পড়ে গিয়েছে। সব মিলিয়ে ভোটের আগে বাংলা জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রীর সাথে হয়ে যাওয়া দুর্ঘটনার কারণে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!