এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > নন্দীগ্রামের লড়াই থেকে রাজনীতির আকাশে নতুন নক্ষত্র হয়ে উঠলেন মীনাক্ষী

নন্দীগ্রামের লড়াই থেকে রাজনীতির আকাশে নতুন নক্ষত্র হয়ে উঠলেন মীনাক্ষী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে জমজমাট একুশের বিধানসভা নির্বাচনী লড়াই।  এই লড়াইতে মূল প্রতিপক্ষ হিসেবে তৃণমূল-বিজেপি থাকলেও সংযুক্ত মোর্চা বাম, কংগ্রেস এবং আইএসএফ লড়াইয়ে নেমেছে। এবারের নির্বাচনে নন্দীগ্রাম ছিল হাইভোল্টেজ কেন্দ্র। কারণ নন্দীগ্রাম থেকে লড়াই হচ্ছে দুই হেভিওয়েট নেতা-নেত্রীর। আর সেখানে একদম আনকোরা প্রার্থী হিসেবে বামেদের পক্ষ থেকে মীনাক্ষী মুখার্জি। কিন্তু মীনাক্ষী আজ নন্দীগ্রামে যথেষ্ট লড়াই  করলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইতিমধ্যেই বামেদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মীনাক্ষী মুখার্জি লড়াইয়ে জিতবে কি হারবে, সেটা পরের ব্যাপার। কিন্তু নন্দীগ্রামের মানুষের মনে মীনাক্ষী মুখার্জি কিন্তু দাগ কাটতে পেরেছেন। বলা যেতে পারে, বামেরা এখন মীনাক্ষী মুখার্জিকে সামনে রেখে আগামীতে চলার স্বপ্ন দেখছেন। বামেদের পক্ষ থেকে বলা হচ্ছে, তরুণ তুর্কি নেত্রী মীনাক্ষী মুখার্জি এই মুহূর্তে অন্যান্য তরুণ নেতা নেত্রীদের কাছে অনুপ্রেরণার কাজ করছে। যদিও এদিনে নন্দীগ্রামের লড়াইয়ের ওপর নজর ছিল সবার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর পাশাপাশি নজর ছিল কিন্তু মীনাক্ষীর ওপরেও। বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী এই লক্ষ্যেই নন্দীগ্রামের লড়াইয়ে নেমেছিলেন বামফ্রন্টের তরুণ-তুর্কি নেত্রী মীনাক্ষী মুখার্জি। যিনি ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক বলে পরিচিত। বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনে বাম প্রার্থীরা নেমেছেন মূলত আগামী 26 এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে। আর তাই এখন থেকেই জমি প্রস্তুত করতে শুরু করেছে বামফ্রন্ট শিবির।

তৃণমূল-বিজেপি লড়াইতে এবার তাঁরা দাগ কাটতে বদ্ধপরিকর। মীনাক্ষীর লড়াইকে সামনে রেখেই বালির দীপ্সিতা ধর, সিঙ্গুরের সৃজন ভট্টাচার্য, কামারহাটির সায়নদীপ মিত্র লড়াই চালাবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মীনাক্ষী মুখার্জি নন্দীগ্রামের মাটিতে বামেদের দুর্গ প্রস্তুত করার ভিত তৈরি করলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লড়াইয়ে হারজিত কি হবে সেটা পরের ব্যাপার। কিন্তু লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে মীনাক্ষীর লড়াই যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!