এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রামের নির্বাচনের প্রাকমুহুর্তে বড়সড় স্বস্তির খবর তৃণমূলের কাছে

নন্দীগ্রামের নির্বাচনের প্রাকমুহুর্তে বড়সড় স্বস্তির খবর তৃণমূলের কাছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এই মুহূর্তে নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের এপিসেন্টারে পরিণত হয়েছে। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী বিজেপির হয়ে। কিন্তু নন্দীগ্রামের ভোটের আগে তৃণমূল নেত্রী কিছুটা বিপর্যয়ের মুখে পড়েন। কারণ তাঁর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের নন্দীগ্রামে ঢোকা বন্ধ হয়ে যায়। একই সাথে আবু তাহেরসহ অনেকেরই নন্দীগ্রামে ঢোকা বন্ধ রয়েছে।

প্রথম দফার নির্বাচনের আগে শেখ সুফিয়ানের পক্ষে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ভোট না হওয়া পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবেনা। আর এবার নন্দীগ্রাম জমি আন্দোলন মামলায় অভিযুক্ত আবু তাহেরসহ বাকি 14 জনের জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিল, আগামী 5 এপ্রিল পর্যন্ত তাঁদেরকে গ্রেফতার করা যাবেনা। আদালতের তরফ থেকে জানানো হয়েছে, এই মামলায় যারা জেলে রয়েছেন, তাঁদের 5 এপ্রিল পর্যন্ত বাইরে আনা যাবেনা মানে তাঁরা জামিন পাবেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার যারা বাইরে রয়েছেন তাঁদেরকে গ্রেফতার করা যাবেনা। খুব স্বাভাবিকভাবেই হাইকোর্টের এই রায় দ্বিতীয় দফার নির্বাচনের আগে তৃণমূল শিবিরকে কিছুটা স্বস্তি দিয়েছে বলে মনে করা হচ্ছে। 2011 সালে সেই ঐতিহাসিক নন্দীগ্রাম আন্দোলনের সময় শেখ সুফিয়ান, আবু তাহেরসহ এলাকার বেশ কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয় তৎকালীন বাম সরকারের পক্ষ থেকে। সম্প্রতি নন্দীগ্রামের জমি আন্দোলনকারীদের ওপর থেকে এই মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন বর্তমান রাজ্য সরকার।

রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে একটি মামলা জনস্বার্থ মামলা দায়ের করা হয় এবং নন্দীগ্রাম জমির মামলা নতুন করে চালু হয়। হলদিয়া আদালত এই মামলায় অভিযুক্তদের জামিন নাকচ করে দেয় এবং গ্রেপ্তারের নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে বুধবার কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন আবু তাহেররা। আর সেখানেই ডিভিশন বেঞ্চের রায় বেরোল । আদালতের নির্দেশে আপাতত নন্দীগ্রামে সুরক্ষিত রইলেন আবু তাহেরসহ বাকিরা। খুব স্বাভাবিক ভাবেই নন্দীগ্রামের নির্বাচনের আগের মুহূর্তে আদালতের এই নির্দেশ তৃণমূল শিবিরকে চাঙ্গা করল বলে মনে করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!