এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নন্দীগ্রামের পাল্টা উত্তর এল রাসবিহারী থেকে, দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

নন্দীগ্রামের পাল্টা উত্তর এল রাসবিহারী থেকে, দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একদিকে যখন রাজ্য রাজনীতিতে সোমবার সকালে উত্তাপ বাড়িয়ে দিলেন নন্দীগ্রামের হাইভোল্টেজ সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেরকমই সোমবার পড়ন্ত বিকেলে রাসবিহারীর দলীয় সভামঙচ থেকে তৃণমূল নেত্রীকে একহাত নিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আজ দক্ষিণ কলকাতায় বিজেপির মিছিল ও সভা ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। কলকাতার এই মিছিল এবং সভা থেকেই শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ রীতিমতো যুদ্ধংদেহী মেজাজ দেখিয়ে দিলেন আজ। আর কিছুদিনের মধ্যেই রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

মনে করা হচ্ছে, নরেন্দ্র মোদির আগমনকালে গেরুয়া শিবির আরও উজ্জীবিত হবে। প্রসঙ্গত নরেন্দ্র মোদী নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজ্যে আসছেন। কিন্তু বিশেষজ্ঞদের ধারণা, এর পেছনে একুশের নির্বাচন অবশ্যই অন্যতম কারণ। আর সে কথাই এদিন মনে করিয়ে দিলেন রাসবিহারীর সভামঞ্চ থেকে দিলীপ ঘোষ। তৃণমূল নেত্রীর উদ্দেশে রীতিমতো কটাক্ষ করে এদিন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান, রাজ্যে এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেননি। তাতেই তৃণমূলের অবস্থা অত্যন্ত সংকটজনক। পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি তৃণমূল শিবিরের ভাঙ্গন নিয়ে রীতিমতো বিদ্রুপ করেছেন রাজ্যের শাসক দলকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এদিন দাবি করেন, রাজ্যে অমিত শাহ এবং জেপি নাড্ডা আসার পর তৃণমূল শিবির ছাড়ার তালিকা ইতিমধ্যেই চলে এসেছে তাঁর হাতে। সবাই গেরুয়া শিবিরে যোগদান করতে চান। পাশাপাশি তৃণমূল শিবিরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে দিলীপ ঘোষ বলেন, কার্যত যা হয়ে গেছে তা শুধুমাত্র ডেমো ছিল। পুরো সিনেমা এখনও বাকি। এক্ষেত্রে পুরো সিনেমা বলতে প্রধানমন্ত্রীর বাংলা আগমনের দিকেই ইঙ্গিত করলেন রাজ্য বিজেপি সভাপতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শুধু তাই নয়, মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ এদিন রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে জানিয়েছেন, ফেব্রুয়ারির পর থেকে এত বেশি সংখ্যক সদস্য তৃণমূল থেকে ভেঙে গেরুয়া শিবিরে আসবেন, যার ফলে বহু জায়গায় তৃণমূলের পার্টি অফিস বন্ধ হয়ে যাবে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের জবাব দিলেন এদিন বলেই মনে করছেন রাজনৈতিক জীবনের অনেকেই। পাশাপাশি একথা ভালই বোঝা যাচ্ছে, একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপির কাছে কঠিন চ্যালেঞ্জ। সেক্ষেত্রে এই চ্যালেঞ্জ কে জিতবে এখন সেটাই লাখ টাকার প্রশ্ন বাংলার বুকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!