এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নন্দীগ্রামের পর এবার মিঠুনের মামলাও ছেড়ে দেবার প্রস্তাব মামলাকারীর খোদ বিচারপতির কাছে, জেনে নিন

নন্দীগ্রামের পর এবার মিঠুনের মামলাও ছেড়ে দেবার প্রস্তাব মামলাকারীর খোদ বিচারপতির কাছে, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রূপালী পর্দার নায়ক মিঠুন চক্রবর্তী একুশের বিধানসভা নির্বাচনের মুখে যোগ দিয়েছিলেন বিজেপিতে। গেরুয়া শিবিরের স্টার ক্যাম্পেনার হিসেবে তাঁকে প্রচারে দেখা গিয়েছে। সেই প্রচারপর্বে বিভিন্ন জায়গায় গিয়ে মিঠুন চক্রবর্তী যেভাবে একের পর এক তার সিনেমার হিট ডায়লগ দিয়েছিলেন সভামঞ্চে দাঁড়িয়ে, তার পেছনে অনেকেই রাজনৈতিক হিংসার প্রতিচ্ছায়া দেখেছেন। এবং মিঠুনের নামে মামলা করা হয় হাইকোর্টে। কিন্তু এই মামলা নিয়েও এবার বিতর্ক। মামলা গিয়েছে বিচারপতি কৌশিক চন্দের কাছ।

তাই এবার আবেদন মিঠুনের মামলা যেন অন্য বেঞ্চে সরানো হয়। গত 6 ই মে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মানিকতলা থানায় অভিযোগ দায়ের করা হয় তৃণমূল অধ্যুষিত একটি সংস্থার পক্ষ থেকে। এবং তারই পরিপ্রেক্ষিতে হাইকোর্টে মামলা করা হয় মিঠুনের বিরুদ্ধে। গত বুধবার ভার্চুয়াল মাধ্যমে মিঠুন চক্রবর্তী মানিকতলা থানার পুলিশের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন। অন্যদিকে জানা গিয়েছে, হাইকোর্টে মিঠুন চক্রবর্তীর মামলাটি বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়, মিঠুন চক্রবর্তীর মামলাটি যেন অন্যত্র স্থানান্তরিত করা হয় কৌশিক চন্দের বেঞ্চ থেকে।প্রসঙ্গত, এই কৌশিক চন্দের বেঞ্চে নন্দীগ্রামে ভোটের অনিয়মের অভিযোগ সংক্রান্ত মামলাটি এসেছে, সেটিকেও সরানোর দাবি তোলা হয়েছে। প্রসঙ্গত, সিবিআই এবং কেন্দ্রের হয়ে একাধিক মামলায় আইনজীবীর থাকার দরুণ ইতিমধ্যেই কৌশিক চন্দের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে জানা গিয়েছে,  মিঠুন চক্রবর্তী মামলার শুনানি হওয়ার কথা ছিল হাইকোর্টে।

কিন্তু যেহেতু কৌশিক চন্দের কাছে এই মামলা ছেড়ে দেবার আবেদন করা হয় তাই কৌশিক চন্দ শুনানি স্থগিত রাখেন। অন্যদিকে জানা গিয়েছে, মিঠুন চক্রবর্তী মামলার পরবর্তী শুনানি হতে চলেছে আগামী শুক্রবার। প্রসঙ্গত রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, মিঠুন চক্রবর্তীকে অভিযুক্ত করার পেছনে অন্যতম কারণ হলো গেরুয়া শিবিরকে রাজনৈতিকভাবে বিব্রত করা। সেক্ষেত্রে মিঠুন চক্রবর্তীর মামলা নিয়ে আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকে নজর রাখছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে কৌশিক চন্দ তাঁর বেঞ্চে আসা মামলা ছেড়ে দেন কিনা সেটাও দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!