এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রামের ভোটের ফলাফল নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে, পাল্টা দাবী শুভেন্দুর

নন্দীগ্রামের ভোটের ফলাফল নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে, পাল্টা দাবী শুভেন্দুর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের শুরু থেকে নন্দীগ্রাম ছিল সংবাদ শিরোনামে। ভোট মিটে গেলেও নন্দীগ্রাম এখনো পর্যন্ত রয়ে গেছে সমানভাবে প্রাসঙ্গিক। এবারের নির্বাচনে নন্দীগ্রাম ছিল হাইভোল্টেজ কেন্দ্র। কারণ নন্দীগ্রাম থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বিপরীতে ছিলেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটে শুভেন্দু অধিকারী জয়ী হলেও এবার সেই ভোটের ফলাফল নিয়ে সামনে এল ব্যাপক চাঞ্চল্যকর তথ্য। নন্দীগ্রামের ভোটের ফলাফল নিয়ে এখনও বিতর্ক রয়ে গেছে। এদিকে এই তথ্যের বিরোধীতায় নেমেছেন শুভেন্দু অধিকারীও।

ফলাফলের দিন প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী ঘোষণা করা হয়। এমনকি কত ভোটে তিনি জিতেছেন, সেকথাও বলা হয়। কিন্তু ঘন্টাখানেক পরেই রিটার্নিং অফিসার পাল্টা ঘোষণা করেন, মমতা বন্দ্যোপাধ্যায় নয় বরং জিতেছেন শুভেন্দু অধিকারী। আর সেখান থেকেই শুরু হয় নানান তর্ক-বিতর্ক। ভোট গণনায় গরমিল হয়েছে বলে অভিযোগ করে ব্যাপক ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। সম্প্রতি ভোটের রেজাল্ট বেরোনোর 45 দিনের মধ্যে নন্দীগ্রাম ভোট গণনা নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেত্রী। এরই মধ্যে গতকাল একটি বড়সড় তথ্য প্রকাশ পায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দেখা যাচ্ছে নন্দীগ্রামের রেয়াপাড়ার এস এন রায় স্কুলের বুথের একাউন্ট অফ ভোটস রেকর্ডে যে নথি রয়েছে, সেখানে স্পষ্ট লেখা রয়েছে ভোটারসংখ্যা 676, অন্যদিকে ভোটদান হয়েছে 799। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই তথ্য কিভাবে প্রিসাইডিং অফিসারের চোখ এড়িয়ে গেল? নথিতে দেখা যাচ্ছে, প্রিসাইডিং অফিসারের সই রয়েছে। অন্যদিকে পাল্টা সরব হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি এই নথিকে ভুয়ো বলে ঘোষণা করেছেন। পাল্টা তিনি দাবি করেছেন, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। এক্ষেত্রে তাঁর দাবি, রেয়াপাড়া এস এন রায় স্কুলের বুথের ভোটার হচ্ছে 799, ভোট পড়েছে 676।

খুব স্বাভাবিকভাবেই তৃণমূল এতদিন ধরে যে দাবী করে এসেছিল গণনায় গরমিল নিয়ে, কার্যত সেই দাবি এক্ষেত্রে সত্যি হতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা কার্যত ব্যাপক চাপের মুখে ফেলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। যে নন্দীগ্রামের ফলাফলের ওপর নির্ভর করে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিধায়ক হয়েছেন এবং বিরোধী দলনেতা হয়েছেন ভবিষ্যতে যদি দেখা যায় তিনি হেরে গিয়েছেন, তাহলে শুভেন্দুর যে মুখ পুড়বে তা নিয়ে সন্দেহ নেই রাজনৈতিক মহলের। আপাতত নন্দীগ্রাম ভোট গণনা নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, তাই নিয়েই ব্যাপক জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে। পাশাপাশি তৃণমূল এবং বিজেপির চাপানউতোর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!