এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রামকে হাতে রাখতে শুভেন্দুর বিকল্প কি শেষে অখিল? রাজনৈতিক মহলে কিন্তু জোর চর্চা

নন্দীগ্রামকে হাতে রাখতে শুভেন্দুর বিকল্প কি শেষে অখিল? রাজনৈতিক মহলে কিন্তু জোর চর্চা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যের শাসকদলের সম্পর্ক চুকেবুকে গেছে অনেক আগেই। শুভেন্দুর সাথে তাঁর ছোটভাই সৌমেন্দু অধিকারীও তৃণমূলের উপর ক্ষোভ প্রকাশ করে ইতিমধ্যেই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন গিয়ে। কিন্তু এখনো পর্যন্ত অধিকারী পরিবারের হর্তাকর্তা শিশির অধিকারী এবং শুভেন্দুর বড় ভাই দিব্যেন্দু অধিকারী নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেননি। তবে শিশির অধিকারী কিন্তু ইঙ্গিত দিয়েছেন তিনি তাঁর ছেলেদেরকেই সমর্থন জানাবেন। তাতে যদি দলছাড়া হতে হয়, তাতেও কোনো সমস্যা নেই। আর তারপর থেকেই অধিকারী গড়ের বিকল্প নেতা খুঁজে বেড়াচ্ছিল রাজ্যের শাসক দল। অবশেষে মনে করা হচ্ছে, সেই মুখের সন্ধান পেয়ে গেছে তৃণমূল শিবির।

যখন নন্দীগ্রামের মূল স্তম্ভ শুভেন্দু অধিকারী দল ছেড়ে চলে গেছেন, তখন অধিকারী পরিবারও যে ধীরে ধীরে গেরুয়া শিবিরের দিকেই হেলবেন সে ব্যাপারে নিশ্চিত রাজ্যের শাসক দল। আর তাই নন্দীগ্রামের অধিকার বজায় রাখতে এবার তৃণমূল অধিকারী পরিবারের বাইরের এক হেভিওয়েট নেতার উপরেই ভরসা রাখতে চলেছে এবং তিনি হচ্ছেন জেলার কার্যনির্বাহী সভাপতি অখিল গিরি। ইতিমধ্যেই অবশ্য আজ শিশির অধিকারীকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল অখিল গিরিকে। খুব স্বাভাবিকভাবেই এবার অধিকারী পরিবারকে ক্রমশ নিষ্ক্রিয় করা চলছে রাজ্য তৃণমূল থেকে।

আপাতত নন্দীগ্রামে শাসক দলের প্রধান মুখ হয়ে উঠতে চলেছেন অখিল গিরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই অখিল গিরি অসুস্থতার কারণে তৃণমূল নেত্রী পর্যন্ত নন্দীগ্রামে সভা করেননি। মনে করা হচ্ছে, তৃণমূল শিবির থেকে আভাস দেওয়া হচ্ছে বর্তমানে অখিল গিরির গুরুত্ব নন্দীগ্রামে কোন জায়গায়। রাজনৈতিক মহলে অনেকেই প্রশ্ন তুলছেন অবশ্য অধিকারী পরিবারের জনপ্রিয়তার সামনে কি অখিল গিরি দাঁড়াতে পারবেন? এতদিন পর্যন্ত কিন্তু অখিল গিরি প্রচারের আড়ালে ছিলেন। তাই শুভেন্দু অধিকারীর মতো জনপ্রিয় নেতাকে হঠাৎ করে পিছিয়ে দেওয়া খুব একটা সহজ হবেনা অখিল গিরির পক্ষে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের অনেকেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি সূত্রের খবর তৃণমূলের কিন্তু চিন্তাভাবনা অন্য। তৃণমূলের অনেকেই মনে করছেন, শুভেন্দু অধিকারীর মতন অখিল গিরির ততোধিক জনপ্রিয়তা না হলেও লো প্রোফাইলের অখিল গিরি বরাবরই মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন। আর তাই শিশির অধিকারী তৃণমূলের জেলা সভাপতি হলেও জেলার কার্যনির্বাহী সভাপতি কিন্তু অখিল গিরিকেই করা হয়েছে। আপাতত 2021 এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম অন্যতম প্রেস্টিজের লড়াই হয়ে উঠতে চলেছে তৃণমূলের কাছে। সে জায়গায় এবার অখিল গিরির অন্যতম অগ্নিপরীক্ষা।

অধিকারী পরিবার থেকে তিনি যে কোনরকম সাহায্য পাবেননা, সে কথাও চোখ বন্ধ করে বলা যায়। অন্যদিকে নন্দীগ্রাম ছিনিয়ে নেওয়ার স্বপ্ন কিন্তু ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর কাঁধে ভর দিয়ে দেখতে শুরু করেছে গেরুয়া শিবির। বিশেষজ্ঞদের মতে, নন্দীগ্রামে কিন্তু শুভেন্দু অনুগামী কম নেই। অনেকেই কিন্তু তাদের মধ্যে তৃণমূলে থেকেও শুভেন্দুর হয়ে কাজ করে চলেছেন। সেক্ষেত্রে নন্দীগ্রামে অখিল গিরি কতটা জমি উদ্ধার করতে পারবেন, তা নিয়ে কিন্তু থাকছে সন্দেহ। কারণ শুভেন্দু অধিকারী কিন্তু নন্দীগ্রামে অন্যতম ক্যারিশমার নাম।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!