এখন পড়ছেন
হোম > রাজ্য > নারদ অভিযুক্তদের নিয়ে এটা কি বললেন মুখ্যমন্ত্রী

নারদ অভিযুক্তদের নিয়ে এটা কি বললেন মুখ্যমন্ত্রী

গাঁধী মূর্তির পাদদেশে বাবরি মসজিদ ধ্বংসের ২৫ বছর পূর্তি উপলক্ষে সংহতি দিবসের মঞ্চে তৃণমূল নেত্রী ছিলেন প্রধান বক্তা। এদিন তিনি বিজেপিকে আক্রমণ করে অনেক কথা বলেন। অনেক অভিযোগ করেন আর সেই বিষয়ে বলতে গিয়ে এবার তিনি বলেন মুখ খুললেই জেলে ঢোকাবার ভয় দেখাচ্ছে বিজেপি। আর এই নিয়ে বলেন‘‘অভিষেক, সুদীপ’দা, সুব্রতদা’ পার্থ’দা, শুভেন্দু, ববি কথা বললে জেলে ঢুকিয়ে দেবে বলছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মেরে দেবে।’’তিনি দাবি করেন ‘‘এই সরকার স্বচ্ছ। আমার দলে অনেক লোক গ্রেফতার হয়েছে।’’ ‘‘কোনও অভিযোগ ছিল না। তাও সুদীপদাকে চারমাস জেলে আটকে রেখেছিল। তাপস পালকে জেলে আটকে রেখেছে। মদনকে জেলে আটকে রেখেছিল।’’এরপরেই নারদ নিয়ে কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন ‘‘নির্বাচন কমিশন তো বলেছে, ২৮ লক্ষ টাকা পর্যন্ত ভোটে খরচ করা যেতে পারে। ভোটের খরচ কেউ কি আর নিজের পকেট থেকে করে? চাঁদা তুলেই করে। এক লাখ টাকা কেউ যদি জোর করে দিতে চায়, কী করবে? ওঁরা(নারদ অভিযুক্ত) তো আর চায়নি!’’তিনি দাবি করেন যে নারদ অভিযুক্তরা ‘‘সব নথি তো ওরা জমা দিয়েছে। বিষয়টা তো দেখার দায়িত্ব কমিশনের।’’ তবে কমিশন কেন কিছু দেখছে না। তাই প্রশ্ন এটাই যে মুখ্যমন্ত্রী নারদের টাকা চাঁদা হিসাবে নিয়েছেন একথাই বললেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!