এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নারদ কান্ডে অভিযুক্তদের বিপদ আরও বাড়িয়ে দিল ঘূর্ণিঝড় যশ

নারদ কান্ডে অভিযুক্তদের বিপদ আরও বাড়িয়ে দিল ঘূর্ণিঝড় যশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নারদ কান্ডে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের ৪ হেভিওয়েট ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়। আগামীকাল নারদ মামলার শুনানি হওয়ার কথা ছিল হাইকোর্টে। কিন্তু যশের আশঙ্কায় দুদিন আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই মামলার পরবর্তী শুনানি কবে হবে? তা নিয়ে শুরু হয়েছে সংশয়।

যার ফলে বিপদ আরও বাড়লো রাজ্যের ৪ হেভিওয়েটের। শুনানি না হওয়া পর্যন্ত তাঁদের গৃহবন্দি অবস্থাতেই থেকে যেতে হবে। হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামীকাল ও আগামী পরশু ঘূর্ণিঝড় যশের কারণে যান চলাচলে সমস্যা দেখা দেবে। তাই এই দুদিন মামলার শুনানি হওয়া কোনোভাবেই সম্ভব নয়। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের কথা আগামী পরশু বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেবে আদালত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত ১৭ ই মে নারদ কান্ডে যুক্ত থাকার অভিযোগে ৪ হেভিওয়েটকে সিবিআই গ্রেপ্তার করে। এরপর সেদিন বিকেলে নিম্ন আদালতের পক্ষ থেকে তাঁদের জামিন মঞ্জুর করা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত হাইকোর্ট নিম্ন আদালতের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করে ও তাঁদের জেল হেফাজতে থাকার নির্দেশ দেয়। এরপর গত শুক্রবার হাইকোর্ট তাঁদের গৃহবন্দি থাকার নির্দেশ দেয়। হাইকোর্ট এই মামলার পরবর্তী শুনানির জন্য বৃহত্তর বেঞ্চ গঠন করে।

গতকাল হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে নারদ মামলার শুনানি চলছে। এরপর আগামীকাল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছিল। অন্যদিকে, আজ নারদ কান্ড নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে চলেছে সিবিআই। সুপ্রিম কোর্ট যদি এক্ষেত্রে হাইকোর্টে মামলা ফেরত পাঠিয়ে দেয়, তবে শুনানির দিন আরো পিছিয়ে যাবার সম্ভাবনা আছে। কাজেই বিপদ আরও বাড়তে পারে রাজ্যের চার হেভিওয়েটদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!