এখন পড়ছেন
হোম > জাতীয় > নারদ কান্ডে চাঞ্চল্যকর মোড়, সিবিআইকে খালি হাতে ফেরাল সুপ্রীম কোর্ট

নারদ কান্ডে চাঞ্চল্যকর মোড়, সিবিআইকে খালি হাতে ফেরাল সুপ্রীম কোর্ট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নারদ মামলায় আবার চাঞ্চল্যকর মোড়। গত সোমবার থেকে শুরু হয়েছে নারদ মামলা নিয়ে টানাপোড়েন। সিবিআই এর হাতে 4 রাজনৈতিক ব্যক্তিত্ব, যাদের মধ্যে তৃণমূলের তিন নেতা মন্ত্রী-বিধায়ক এবং প্রাক্তন তৃণমূল নেতা গ্রেপ্তার হওয়ার পর শুরু হয়েছে চাপানউতোর। প্রাথমিকভাবে সিবিআই এই চার নেতার জামিনের ওপর স্থগিতাদেশ জারি করতে পারলেও হাইকোর্ট থেকে গত শুক্রবার চার নেতা মন্ত্রীকে গৃহবন্দি থাকার নির্দেশ দেন। পাশাপাশি নতুন করে বৃহত্তর ডিভিশন বেঞ্চ তৈরি করার নির্দেশ দেওয়া হয়। আর সেই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে গিয়েছিল সিবিআই। কিন্তু শুরুতেই সিবিআই বড় ধাক্কা খেলো সুপ্রিম কোর্টে।

4 হেভিওয়েট নেতার জামিন স্থগিত করতে পারলেও সিবিআই শেষপর্যন্ত সফল হলোনা শীর্ষ আদালতে। সুপ্রীম কোর্টে সিবিআইয়ের মামলার সূত্রে রেজিষ্ট্রার জানিয়েছেন, সিবিআইয়ের আবেদনে পদ্ধতিগত ত্রুটি রয়েছে তাই নতুন করে মামলা দায়ের করতে হবে। প্রসঙ্গত জানা গিয়েছে, রবিবার মাঝরাতে অনলাইনের মাধ্যমে শীর্ষ আদালতের সিবিআই আবেদন জানায়, হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ তৈরীর নির্দেশের বিরোধিতায়। সিবিআই এর দাবি ছিল, ধৃত চার হেভিওয়েটের জামিন মামলার শুনানির ওপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সিবিআইয়ের আবেদন বিস্তারিত দেখার পর পদ্ধতিগত ত্রুটির উল্লেখ করে আবেদন খারিজ করে দেওয়া হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে সুপ্রিম কোর্টে মামলা গিয়েছে বলে হাইকোর্টে সিবিআই এর পক্ষ থেকে শুনানি স্থগিতের আবেদন জানানো হয়েছিল। কিন্তু সেই আবেদন হাইকোর্টও খারিজ করে দিয়েছে। ফলস্বরূপ নারদ মামলায় একই দিনে সিবিআই খেলো জোড়া ধাক্কা। সুপ্রীম কোড়ড়তের এই নির্দেশ আপাতত স্বস্তিতে রাখল গৃহবন্দী নেতা মন্ত্রীদের। প্রসঙ্গত, 17 ই মে বিনা নোটিশে বাড়ি থেকে আটক করা হয় মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং প্রাক্তন তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায়কে। তারপর থেকেই এই মামলায় আসতে থাকে একের পর এক নাটকীয় মোড়। ধৃতদের নিজাম প্যালেসে নিয়ে যাওয়ার পর তাঁদের জামিনে রাতারাতি স্থগিতাদেশ জারি হয় এবং জেল হেফাজতে নিয়ে যাওয়া হয় ধৃতদের।

পরবর্তীতে জামিন মামলায় হাইকোর্টের দিভিশন বেঞ্চের বিচারপতিদের মধ্যে দ্বিমত থাকায় গৃহবন্দির নির্দেশ দেওয়া হয় ধৃত নেতা-মন্ত্রীদের। আপাতত শীর্ষ আদালতের নির্দেশ মেনে সিবিআই কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকে কিন্তু থাকছে নজর। অন্যদিকে এখনো পর্যন্ত এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র। তাঁদের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত চিকিৎসকরা। অন্যদিকে গৃহবন্দী অবস্থাতেই যাবতীয় প্রশাসনিক কাজকর্ম শুরু করেছেন ফিরহাদ হাকিম। নারদ মামলায় আগামী দিনে নাটকীয়তায় মোড়া নতুন কোন চমক আসতে চলেছে সে দিকেই নজর থাকছে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!