এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নারদ কান্ডে হেভিওয়েটদের গ্রেপ্তারের প্রতিবাদে দলত্যাগ দাপুটে বিজেপি নেতার

নারদ কান্ডে হেভিওয়েটদের গ্রেপ্তারের প্রতিবাদে দলত্যাগ দাপুটে বিজেপি নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুনতে আশ্চর্য মনে হলেও এটাই সত্যি, নারদ কান্ডে ৪ হেভিওয়েটকে গ্রেফতারের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দল ছাড়লেন বিজেপি নেতা ভূষণ সিং। বিধানসভা নির্বাচনের মধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন ভূষণ সিং। মূলত শুভেন্দু অধিকারীর পরামর্শে ও তাঁর নেতৃত্বে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন কোচবিহারের এই দাপুটে নেতা। কিন্তু নারদ কান্ডে হেভিওয়েট নেতাদের গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবার বিজেপি ত্যাগ করলেন ভূষণ সিং।

কোচবিহারের দাপুটে নেতা বলে পরিচিত ভূষণ সিং এর নির্বাচনের পূর্বে বেশ কিছু কারণে দলের সঙ্গে মতবিরোধ ঘটেছিল। এরপর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। গতকাল তিনি বিজেপি ত্যাগ করলেন। আবার তিনি তৃণমূলে ফিরে আসবেন কিনা? সে বিষয়ে কোনো বক্তব্য রাখেননি তিনি।  তিনি জানিয়েছেন, ডাবল ইঞ্জিন সরকার হলে রাজ্যের উন্নতি হতো। শুভেন্দু অধিকারীর এই আশ্বাসের উপর ভর করে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। তিনি অভিযোগ করেছেন, বর্তমানে বিজেপি ঘৃণ্য রাজনীতি করছে। এ কারণে তিনি বিজেপির সঙ্গ ত্যাগ করলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, নির্বাচনের কিছু পূর্বে ফুটবল তারকা দীপেন্দু বিশ্বাস তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। সম্প্রতি তিনি বিজেপির সঙ্গ ত্যাগ করেছেন। এদিকে নারদ কান্ডে হেভিওয়েটদের গ্রেপ্তারের প্রতিবাদে বিজেপি ত্যাগ করলেন বিজেপির দাঁতন দক্ষিণ মন্ডল সভাপতি রঞ্জিত মল্লিক ও দাঁতন কিষান মোর্চার বিজেপি সভাপতি বিকাশ দাস। তাঁরা অভিযোগ করেছেন, করোনার বিরুদ্ধে যখন লড়াই করছে রাজ্য। সেসময় দায়িত্বপ্রাপ্ত নেতাদের গ্রেপ্তার করা উচিত হয় নি। তাই তাঁরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

প্রসঙ্গত, নির্বাচনের পূর্বে বারবার ভাঙ্গন দেখা দিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূলে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের একমুখী স্রোত চলেছিল সেসময়ে। কিন্তু নির্বাচনে বিজেপি পর্যুদস্ত হবার পর সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছে। দলের একাধিক নেতাকর্মী বিজেপি ছেড়ে যোগদান করতে শুরু করেছেন রাজ্যের শাসক দল তৃণমূলে। যা বিজেপির কাছে অশনিসংকেত বলেই মতামত রাজনৈতিক বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!