এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নারদ মামলা ঘিরে ক্রমশ জমে উঠছে আইনি লড়াই, পাশাপাশি বাড়ছে অভিযুক্তদের অস্বস্তি

নারদ মামলা ঘিরে ক্রমশ জমে উঠছে আইনি লড়াই, পাশাপাশি বাড়ছে অভিযুক্তদের অস্বস্তি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নারদ মামলায় অভিযুক্ত 4 হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব এই মুহূর্তে অন্তর্বর্তী জামিন পেয়ে মুক্ত হলেও তাঁদের অস্বস্তি কিন্তু কাটেনি। হাইকোর্টের 5 বৃহত্তর বিচারপতির বেঞ্চে চলছে এই মামলার শুনানি। গত 17 ই মে সিবিআই এর হাতে গ্রেপ্তার হন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। কার্যত আজকে মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন প্রখ্যাত আইনজীবী সিদ্ধার্থ লুথরা। অন্যদিকে জানা যাচ্ছে, আদালতে নারদ মামলা চলছে দুটি অংশে।

একটি হল অভিযুক্তদের জামিন মঞ্জুর করা উচিত কিনা, আরেকটি হলো প্রভাবশালী তত্ত্বের ভিত্তিতে নারদ মামলা অন্য রাজ্যে সরানো হবে কিনা। হাইকোর্টে সিদ্ধার্থ লুথরা সিবিআই এর বিরুদ্ধে সরব হন। তিনি সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে বলেন, মদন মিত্র যখন করোনা থেকে সেরে উঠেছিলেন সবে, সে সময় তাঁকে বাড়ি থেকে তুলে আনা হয় সমস্ত প্রোটোকল ভেঙে। পাশাপাশি অ্যারেস্ট মেমোতে গ্রেপ্তারের স্থান নেতাদের বাড়ির বদলে নিজাম প্যালেস দেখানো হয়েছে। আর এই নিয়েই সিদ্ধার্থর দাবি, সিবিআই সাংবিধানিক প্রতারণা করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল পাল্টা  বলেন, সেক্ষেত্রে বিক্ষোভের অধিকার অর্জন হয় কিনা সেটা যথেষ্ট ভাববার বিষয়। পাশাপাশি আরেক বিচারপতি সৌমেন সেন পাল্টা প্রশ্ন করেন, বর্তমানে যে মামলা চলছে সেখানে কি চার হেভিওয়েটের গ্রেফতারির বৈধতার প্রসঙ্গটি আলোচ্য? অন্যদিকে সিবিআই এর তরফ থেকে অভিযোগ করা হয়, চার হেভিওয়েটদের গ্রেপ্তারিতে বাধা দেওয়ার জন্যই নিজাম প্যালেসের বাইরে লোক জড়ো হয়। যাকে জমায়েত বা বিক্ষোভের নাম দেওয়া হচ্ছে।

অন্যদিকে বুধবার মামলার শুরুতে মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর হয়ে হলফনামা পেশ করার আবেদন জানানো হয়। কিন্তু সেই হলফনামা গ্রহণ করা হয়নি। পাশাপাশি এই মামলায় 4 হেভিওয়েটকে গ্রেপ্তারের পর সিবিআই দপ্তরের সামনে কি ঘটেছিল তার সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছে বৃহত্তর ডিভিশন বেঞ্চ। আপাতত নারদ মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার হতে চলেছে বলে জানা গিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নারদ মামলা নিয়ে ক্রমশ জটিলতা বেড়ে চলেছে। এই আইনি লড়াই যে এত তাড়াতাড়ি শেষ হবেনা, সে কথা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!