এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নারদ মামলা ভিন রাজ্যে সরানোর সিবিআই-র আবেদন খারিজ

নারদ মামলা ভিন রাজ্যে সরানোর সিবিআই-র আবেদন খারিজ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন নারদ মামলায় তদন্ত চালানোর পর সিবিআই অবশেষে গ্রেপ্তার করে রাজ্যের হেভিওয়েট চার নেতাকে। গত সোমবার সিবিআই এর পক্ষ থেকে নাটকীয়ভাবে সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে। আর তারপরেই রাজ্য জুড়ে শুরু হয়ে যায় ধুন্ধুমার। গ্রেফতারির ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক ক্ষোভ প্রকাশ করে তৃণমূল সমর্থকরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পৌঁছে যান নিজাম প্যালেসে। আর এই সবকিছু নজরে দেখে সিবিআই এর পক্ষ থেকে হাইকোর্টে নারদা মামলা ভিন রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার মামলা করা হয়। কিন্তু সেই আবেওন আজ খারিজ হয়ে যায়।

একই সাথে গত সোমবার এই চার হেভিওয়েট নেতা নিম্ন আদালতে জামিন পাওয়া সত্ত্বেও রাতারাতি হাইকোর্ট থেকে সিবিআইয়ের দাবী অনুযায়ী জামিনে স্থগিতাদেশ জারি করা হয়। এই অবস্থায় শুক্রবার কলকাতা হাইকোর্টে নারদ মামলার শুনানি শুরু হয়। যেখানে সিবিআই এর তরফ থেকে যে দাবি করা হয়েছিল, নারদ মামলা ভিন রাজ্যে নিয়ে যাওয়ার, সেই আবেদন খারিজ করে দেওয়া হয় বিচারপতি রাজেশ বিন্দাল এবং অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ থেকে। প্রসঙ্গত, সিবিআই এর তরফ থেকে আইপিসি 407 ধারায় নারদ মামলা ভিন রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছিল প্রভাবশালী তত্ত্ব উল্লেখ করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু শেষ পর্যন্ত হাইকোর্টে তাঁদের আবেদন খারিজ হয়ে যায়। প্রসঙ্গত, সোমবার সকালে যখন এই চার রাজনৈতিক ব্যক্তিত্বকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়, তখন নিজাম প্যালেসের বাইরে অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক ভিড় জমায়। এমনকি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তাঁদের হাতাহাতিও হয়ে যায়। অন্যদিকে নিজাম প্যালেসে সিবিআইয়ের এডিজির ঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান এবং তিনি স্পষ্ট ভাষায় জানান, বেআইনিভাবে গ্রেপ্তারি চালানো হয়েছে। তার বদলে তাঁকেও গ্রেপ্তার করতে হবে। প্রায় 6 ঘন্টা মুখ্যমন্ত্রী নিজাম প্যালেসে কাটান। অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন তৃণমূল যুব নেতা এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি দলীয় কর্মী সমর্থকদের শান্ত থাকার নির্দেশ দেন। কিন্তু সিবিআই হাইকোর্টে মামলা করে বলে, এই রাজ্যে নারদ মামলা চালানো যাচ্ছেনা প্রভাবশালী চাপ থাকার কারণে। তাই জামিনের ওপর স্থগিতাদেশ আনা হোক এবং মামলা অন্যত্র সরিয়ে দেওয়া হোক। আজকে সেই মামলার শুনানিতে সিবিআইয়ের একটি দাবি অর্থাৎ ভিনরাজ্যে মামলা সরানোর দাবীটি খারিজ করা হয়েছে। ঠিক সেভাবেই জামিনের স্থগিতাদেশ মামলা কিন্তু এখনও অমীমাংসিত রয়ে গেছে। চার নেতা মন্ত্রীকে আপাতত গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার শুনানি আগামী দিনেও চলবে বলে খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!