এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নারদ মামলার শুনানি শেষ, কি বলল হাইকোর্ট? মামলা কোথায় যেতে চলেছে?

নারদ মামলার শুনানি শেষ, কি বলল হাইকোর্ট? মামলা কোথায় যেতে চলেছে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নারদ মামলা নিয়ে আবার আজকে শুনানি হল হাইকোর্টে। প্রসঙ্গত নারদ মামলার পরিপ্রেক্ষিতে প্রভাবশালী তত্ত্ব জারি করে মামলা অন্য রাজ্যে সরানোর জন্য আবেদন করেছে সিবিআই। এই নিয়েই চলছে আদালতে শুনানি। সিবিআই এর দাবি প্রভাবশালী নেতা গ্রেপ্তার হওয়ার পর তাঁরা আদালতে জামিন পেয়েছেন। সেক্ষেত্রেও এই প্রভাবশালী তত্ত্ব কাজ করেছে বলে দাবী সিবিআইয়ের। অন্যদিকে কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের বিরোধিতা করতে দেখা যায় মদন মিত্রের আইনজীবী সিদ্ধার্থ লুথরাকে। পাশাপাশি সিদ্ধার্থ লুথরা অভিযোগ তোলেন, চার্জশিট পেশ হবার পর যেভাবে রাজ্যের হেভিওয়েট রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল তা অনৈতিক।

এক্ষেত্রে সিদ্ধার্থ লুথরা জানিয়েছেন, সিবিআইয়ের রাজ্যের রাজনীতিক নেতাদের গ্রেফতার ছিল পুরোপুরি প্রতারণাপূর্ণ। অন্যদিকে মদন মিত্রের আইনজীবীর এই পাল্টা অভিযোগের ভিত্তিতে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় জানিয়েছেন, চার্জশিট জমা দেওয়ার পরেও গ্রেপ্তারের অধিকার থাকে। অন্যদিকে মদন মিত্রের আইনজীবী বলেন, সে ক্ষেত্রে কোন বিশেষ বিষয় উল্লেখ হলে তবে গ্রেপ্তার করা যেতে পারে। একইসাথে তাঁর অভিমত- সিবিআই কখনো অভিযুক্তদের হেফাজতে নেওয়ার দাবি জানাচ্ছে, আদালতে কখনো জামিনের বিরুদ্ধে সরব হচ্ছে। আবার কখনও প্রভাবশালী তত্ত্ব সামনে এনে মামলা অন্যত্র সরানোর আবেদন করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পারতপক্ষে আইনজীবী সিদ্ধার্থ লুথরা জানিয়েছেন, সিবিআই যে যুক্তি দেখাচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন। অন্যদিকে বিচারপতি মুখোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, গ্রেপ্তারি নিয়ে নানা কথা থাকলেও সিবিআই কিন্তু নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে কোন মামলা করেনি, বরং তারা জামিন খারিজ মামলাও করেনি। শুধু মামলা স্থানান্তরের আবেদন জানিয়েছে। অন্যদিকে মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে এই মামলায় হলফনামা দেওয়ার আবেদন করলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আপাতত এই মামলায় নতুন করে আর কোন হলফনামা জমা নেওয়া হবেনা। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে বলে জানা গিয়েছে।

খুব স্বাভাবিকভাবেই বিশেষজ্ঞদের মতে, যত সময় যাচ্ছে ততই নারদ মামলা জটিল থেকে জটিলতর হয়ে উঠতে চলেছে প্রসঙ্গত রাজ্যের তৃণমূল নেতা এবং এক প্রাক্তন তৃণমূল নেতাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিল নারদ তদন্তে, তা নিয়ে রাজ্য জুড়ে শুরু হয় ব্যাপক জল্পনা। অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত রয়েছেন সবাই। কিন্তু সিবিআই প্রভাবশালী তত্ত্বের ওপর জোর দিয়ে নারদ মামলা এ রাজ্য থেকে অন্য রাজ্যে সরানোর দাবি জানিয়ে আসছে। তবে এই মামলার নিষ্পত্তি যে এত সহজে হবেনা, সে কথা বলাই বাহুল্য। আপাতত আগামীকাল হাইকোর্টে শুনানির পর নতুন কোন তথ্য সামনে আসে কিনা সেদিকেই এখন থাকবে নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!