এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নারদ মামলার তদন্তে কি এবার নতুন মোড়? কি ভাবছে সিবিআই?

নারদ মামলার তদন্তে কি এবার নতুন মোড়? কি ভাবছে সিবিআই?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারও নারদ তদন্তে নাটকীয় মোড়। দীর্ঘ এক সপ্তাহ ধরে নারদ মামলা নিয়ে উত্তেজনা তুঙ্গে। গত সোমবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তৃণমূলের নেতা এবং মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং প্রাক্তন তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায়। সোমবার এই চার নেতা গ্রেফতারের পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয় ব্যাপক চাঞ্চল্য। গত সোমবারেই নিম্ন আদালতে জামিন পেয়ে গেলেও রাতারাতি হাইকোর্টে সিবিআই পাল্টা মামলা করে সেই জামিনের ওপর স্থগিতাদেশ জারি করতে সফল হয়। কিন্তু অবশেষে গতকাল হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে, আপাতত ধৃত চার নেতা গৃহবন্দি হয়ে থাকবেন।

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি চালাচ্ছে সিবিআই। অবশ্য সিবিআইয়ের এই পদক্ষেপ অনুমান করেছিলেন রাজনৈতিক মহলের অনেকেই। পাশাপাশি সিবিআই এর সঙ্গে সুপ্রিম কোর্টে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন গ্রেপ্তার হওয়া চার নেতাও। সূত্রের খবর, সুপ্রিমকোর্টে যাতে এই চার নেতার বক্তব্য শোনা হয়, তার জন্য ইতিমধ্যেই ক্যাভিয়েট দাখিল করার প্রস্তুতি চলছে। নারদ কান্ডে ধৃত চার নেতাকে আপাতত গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে গতকাল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একইসাথে বাড়ি থেকে সমস্ত ভার্চুয়ালি সরকারি কাজ করতে পারবেন ফিরহাদ হাকিম সুব্রত মুখোপাধ্যায় এবং মদন মিত্র বলে অনুমতি দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি চার নেতার জামিনের বিষয়টি এই মুহূর্তে বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে। বৃহত্তর বেঞ্চ রায় না দেওয়া পর্যন্ত আপাতত চার নেতাকে গৃহবন্দী থাকতে হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে কলকাতা হাইকোর্টের শুনানি চলাকালীন ডিভিশন বেঞ্চের এই রায়ের তীব্র বিরোধিতা করেন সিবিআইয়ের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা। অন্যদিকে সিবিআই এর পক্ষ থেকে এই মামলা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার যে আবেদন করা হয়েছিল হাইকোর্টে, সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। আর এর পরেই শীর্ষ আদালতে যাওয়ার তোড়জোড় শুরু করেছে সিবিআই। আত্মপক্ষ সমর্থনের জন্য ইতিমধ্যেই 4 অভিযুক্ত নেতা শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।

অন্যদিকে নির্দেশ দেওয়া হয়েছে, চার নেতার বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা অবশ্যই লাগাতে হবে। পাশাপাশি নেতা মন্ত্রীর বাড়িতে বাড়িতে যারা আসছেন, তাঁদের জন্য ভিজিটর্স বুক রাখতে হবে। এই চার নেতার নিরাপত্তার দায়িত্বে থাকবে আপাতত প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। সবমিলিয়ে নারদ তদন্ত ঘিরে ক্রমশ উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। আপাতত আগামীদিনে জামিনের শুনানি নিয়ে হাইকোর্ট কী নির্দেশ দিতে চলেছে সেদিকে নজর থাকবে। আর তারপরেই দেশের শীর্ষ আদালতে এই মামলা উঠবে বলে ধরে নেওয়া যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!